বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশনসচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে দেবে অতুলনীয় অভিজ্ঞতা।
‘অপো এ৫ প্রো’-এর আরেকটি অন্যতম আকর্ষণ হলো—এর ফাইবার গ্লাস লেদার ব্যাক প্যানেল। ফলে এই ফোন হাতে নিলে লেদারের মসৃণ অনুভূতি পাওয়া যাবে এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। বিশেষত স্মার্টফোনটির সৌন্দর্য ও আভিজাত্য ফুটিয়ে তুলবে এর অলিভ গ্রিন রং। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হারমেস, ডিওর, গুচি ও সেলিন বিলাসিতার প্রতীক হিসেবে অলিভ গ্রিন শেড বা আবহটি ব্যবহার করে থাকে। ‘অপো এ৫ প্রো’তে এই রং যুক্ত করায় তা প্রযুক্তির সক্ষমতার সঙ্গে নান্দনিক আবেদনও ফুটিয়ে তুলছে।
স্মার্টফোনটির নকশায় আরও একটি বিশেষ সংযোজন হলো এর ক্যামেরায় সোনালি রিং। এটি ডিভাইসটিকে আরও রাজকীয় রূপ দিয়েছে। এ ছাড়া ক্যামেরা মডিউলটি ফোনের ডিজাইনের সঙ্গে নিখুঁতভাবে মানানসই হওয়ায় কার্যকারিতা ও নান্দনিকতার দারুণ ভারসাম্য থাকছে। এতে ডিভাইসের ব্যবহারে নান্দনিক ডিজাইন কোনোভাবেই ম্লান হচ্ছে না।
‘অপো এ৫ প্রো’-এর আরেকটি রং হলো মোকা ব্রাউন, যা উষ্ণতা ও আভিজাত্যের প্রতীক। এই রং প্যানটোন® ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছে, যা সমসাময়িক ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সমৃদ্ধ ও আকর্ষণীয় রং অপো এ৫ প্রোকে শুধু একটি স্মার্টফোন নয় বরং এক অনন্য স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছে। তাই যেসব গ্রাহক ডিভাইসের ডিজাইনের নান্দনিকতার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, তাদের জন্য ‘অপো এ৫ প্রো’ স্টাইল ও ব্যবহার উপযোগিতার ক্ষেত্রে হতে পারে সেরা পছন্দ।
‘অপো এ৫ প্রো’ কেবল একটি প্রযুক্তিগত ডিভাইসই নয়, এটি ব্যক্তিগত রুচি, বিলাসিতা ও উদ্ভাবনের এক অনন্য প্রতিফলন। এর ফাইবার গ্লাস লেদার ব্যাক প্যানেল, ক্যামেরায় সোনালি রিং এবং দৃষ্টিনন্দন রঙের বৈচিত্র্য এটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে ভিন্ন করে তুলেছে। অলিভ গ্রিন বা মোকা ব্রাউন—যে রংই হোক না কেন, ‘অপো এ৫ প্রো’ প্রযুক্তি ও ফ্যাশনের মিশ্রণে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। নতুনত্ব ও আভিজাত্যের সম্মিলনে তৈরি এই ডিভাইস শুধু পারফরম্যান্সেই নয়, ডিজাইনেও দিচ্ছে নতুন মাত্রা। তাই অপোর নতুন এই স্মার্টফোন একটি অসাধারণ প্রযুক্তি পণ্যের পাশাপাশি লাইফস্টাইলেরও বাহক।
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশনসচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে দেবে অতুলনীয় অভিজ্ঞতা।
‘অপো এ৫ প্রো’-এর আরেকটি অন্যতম আকর্ষণ হলো—এর ফাইবার গ্লাস লেদার ব্যাক প্যানেল। ফলে এই ফোন হাতে নিলে লেদারের মসৃণ অনুভূতি পাওয়া যাবে এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। বিশেষত স্মার্টফোনটির সৌন্দর্য ও আভিজাত্য ফুটিয়ে তুলবে এর অলিভ গ্রিন রং। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হারমেস, ডিওর, গুচি ও সেলিন বিলাসিতার প্রতীক হিসেবে অলিভ গ্রিন শেড বা আবহটি ব্যবহার করে থাকে। ‘অপো এ৫ প্রো’তে এই রং যুক্ত করায় তা প্রযুক্তির সক্ষমতার সঙ্গে নান্দনিক আবেদনও ফুটিয়ে তুলছে।
স্মার্টফোনটির নকশায় আরও একটি বিশেষ সংযোজন হলো এর ক্যামেরায় সোনালি রিং। এটি ডিভাইসটিকে আরও রাজকীয় রূপ দিয়েছে। এ ছাড়া ক্যামেরা মডিউলটি ফোনের ডিজাইনের সঙ্গে নিখুঁতভাবে মানানসই হওয়ায় কার্যকারিতা ও নান্দনিকতার দারুণ ভারসাম্য থাকছে। এতে ডিভাইসের ব্যবহারে নান্দনিক ডিজাইন কোনোভাবেই ম্লান হচ্ছে না।
‘অপো এ৫ প্রো’-এর আরেকটি রং হলো মোকা ব্রাউন, যা উষ্ণতা ও আভিজাত্যের প্রতীক। এই রং প্যানটোন® ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছে, যা সমসাময়িক ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সমৃদ্ধ ও আকর্ষণীয় রং অপো এ৫ প্রোকে শুধু একটি স্মার্টফোন নয় বরং এক অনন্য স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছে। তাই যেসব গ্রাহক ডিভাইসের ডিজাইনের নান্দনিকতার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, তাদের জন্য ‘অপো এ৫ প্রো’ স্টাইল ও ব্যবহার উপযোগিতার ক্ষেত্রে হতে পারে সেরা পছন্দ।
‘অপো এ৫ প্রো’ কেবল একটি প্রযুক্তিগত ডিভাইসই নয়, এটি ব্যক্তিগত রুচি, বিলাসিতা ও উদ্ভাবনের এক অনন্য প্রতিফলন। এর ফাইবার গ্লাস লেদার ব্যাক প্যানেল, ক্যামেরায় সোনালি রিং এবং দৃষ্টিনন্দন রঙের বৈচিত্র্য এটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে ভিন্ন করে তুলেছে। অলিভ গ্রিন বা মোকা ব্রাউন—যে রংই হোক না কেন, ‘অপো এ৫ প্রো’ প্রযুক্তি ও ফ্যাশনের মিশ্রণে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। নতুনত্ব ও আভিজাত্যের সম্মিলনে তৈরি এই ডিভাইস শুধু পারফরম্যান্সেই নয়, ডিজাইনেও দিচ্ছে নতুন মাত্রা। তাই অপোর নতুন এই স্মার্টফোন একটি অসাধারণ প্রযুক্তি পণ্যের পাশাপাশি লাইফস্টাইলেরও বাহক।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৫ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৮ ঘণ্টা আগে