হোম > প্রযুক্তি

আসছে মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক ৩’, অনলাইনে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে

গ্রোক ৩–কে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছবি: কমিউনিকেশন টুডে

ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এটি সরাসরি প্রদর্শিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।

গ্রোক ৩–কে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি তার ভুলগুলো শনাক্ত করতে পারে এবং ডেটা পর্যালোচনা করে যুক্তির মাধ্যমে সংগতিপূর্ণ ফলাফল তৈরি করে। মাস্ক বলেন, পণ্যটি নিখুঁত করতে ডেভেলপার দলের সঙ্গে কাজ করছেন তিনি। এখন পর্যন্ত বাজারে আসা প্রতিটি এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রোক।

বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে

‘গ্রোক ৩’ এআই চ্যাটবটের উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে এক্স প্ল্যাটফর্মে। এটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টায় সম্প্রচারিত হবে।

গত সপ্তাহে মাস্ক বলেন, গ্রোক ৩ এখন উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে।

এখন বিভিন্ন এআই পণ্যের বাজারে প্রতিযোগিতা করতে চায় এক্সএআই। তাই ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো পণ্য তৈরি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

গ্রোক ৩ এমন সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে আরও কার্যকর ও সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবট চালু করার জন্য তাড়াহুড়া করছে। কারণ চীনা স্টার্টআপ ডিপসিক গত মাসে একটি কম দামের উচ্চমানের চ্যাটবট উন্মোচন করে বৈশ্বিক এআই শিল্পকে চমকে দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্বের দিকেও চ্যালেঞ্জ রেখেছে। ডিপসিক খুব দ্রুতই অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি–র ডাউনলোডের সংখ্যাও ছাড়িয়ে যায়।

এর আগে মাস্ক একাধিকবার সতর্ক করেছেন যে, এআই মানব সভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে। এরপরও তিনি এই খাতে আরও বড় বিনিয়োগের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

২০২৩ সালে ডিসেম্বরে এক্সএআই জানিয়েছিল, এটি ৬ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহ করেছে, যার মধ্যে ছিলেন মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, চিপ নির্মাতা এনভিডিয়া ও এএমডি এবং সৌদি আরব ও কাতারের বিনিয়োগ তহবিলসহ আরও অনেক বিনিয়োগকারী। প্রথম দফায়, ২০২৩ সালের মে মাসে তারা ৬ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছিল।

এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপগুলোর মধ্যে একটি, তবে এখনো ওপেনএআই–এর তুলনায় অনেক ছোট।

২০১৩ সালে জুলাইয়ে এক্সআই প্রতিষ্ঠা করেন মাস্ক। আর তার কিছুদিন পরেই তিনি শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন স্থগিত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছিলেন।

সম্প্রতি ওপেনএআই কিনে নেওয়ার ৯৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রস্তাব করেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। গত শুক্রবার ওপেনএআই–এর বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যে, তারা একমত হয়ে একটি ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবনা গ্রহণ করেনি।

এই বিষয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমি চাই, একটি ভালো পণ্য তৈরি করে তিনি (মাস্ক) প্রতিযোগিতা করুন।’

বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের ব্যয়বহুল বোর্ডিং স্কুল

ফেসবুক গ্রুপের পোস্ট ম্যানেজ করবেন যেভাবে

এ বছরই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল

চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট

যে কারণে ওপেনএআইয়ের সাবেক বিজ্ঞানীর স্টার্টআপে বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া

চীনের সেনাসংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ইন্টেল

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

তরুণদের জন্য ফেসবুক নিয়ে এল পডকাস্ট সিরিজ