নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ব্যাংকিং, পোশাক, টেলিকম, বিদ্যুৎ জ্বালানি সেক্টরে সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ কারণে সকল প্রতিষ্ঠানকে সিকিউরিটি গাইডলাইন অনুসরণ করার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পলক বলেন, সংশ্লিষ্ট ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটি প্রতিষ্ঠান সঠিকভাবে সিকিউরিটি গাইডলাইন অনুসরণ করছে। ১০ দিনে ওই আটটি ওয়েবসাইটে ৫০ হাজার বার হামলা করা হয়েছে। দেশের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সাইবার হামলা হয়েছে।