হোম > প্রযুক্তি

ইউটিউব আনছে ‘প্লে সামথিং’ বাটন, যে সুবিধা পাওয়া যাবে

অনলাইন ডেস্ক

আগামী অক্টোবর মাসে আরও কিছু নতুন ফিচার রোল আউট করার ঘোষণা দেয় ইউটিউব। ছবি: কার্ল কেয়ার সার্ভিস

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে হাজার হাজার কনটেন্টের মাঝে দেখার জন্য পছন্দের ভিডিও বাছাই করা কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে নতুন একটি ভিডিও ফিচার পরীক্ষা করছে ইউটিউব। এ সমস্যা সমাধানেই সম্ভবত ইউটিউব আনছে নতুন ‘প্লে সামথিং’ বাটন। এই বাটনে চাপলে শর্টস প্লেয়ারে যে কোনো একটি ভিডিও চালু হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভগুগল এর প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব ‘প্লে সামথিং’ নামের একটি নতুন ফিচার পরীক্ষা করছে। এই ফিচার চালু হলে একটি নতুন বাটন প্ল্যাটফর্মটিতে দেখা যাবে। বাটন ইউটিউবের নিচের বারের ওপরে দেখা যাবে। বাটনটিতে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা টেক্সটে ‘প্লে সামথিং’ শব্দটি লেখা থাকবে। বাটনে ট্যাপ করলে, একটি ভিডিও চালু হবে, যা মূলত শর্টস প্লেয়ারে প্রদর্শিত হয়। এই বাটন শুধুমাত্র শর্টস ভিডিও নয়, বরং সাধারণ (অর্থাৎ পূর্ণ দৈর্ঘ্যের) ভিডিওও চালু করবে। যখন আপনি এই বাটনে ট্যাপ করবেন, ভিডিওটি সাধারণত পোর্ট্রেট মোডে (মোবাইল ফোনে উলম্ব অবস্থায়) দেখাবে এবং স্ক্রিনের ডান দিকে লাইক, ডিজলাইক, কমেন্ট এবং শেয়ার বাটন থাকবে।

তবে মিনিপ্লেয়ার সক্রিয় থাকলে এই বাটনটি চলে যায়। ইউটিউবের পূর্বের ’ ‘প্লে সামথিং’ ফিচারের সঙ্গে এই বাটনের কিছুটা মিল রয়েছে। ২০২৩ সালে এক রেডিট ব্যবহারকারী এই বাটনের কথা জানিয়েছিল। ওই সময় ‘কান্ট ডিসাইড হোয়াইট টু ওয়াচ’ লেখা সহ একটি ব্যানার দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে একই ‘প্লে সামথিং’ বাটন ছিল।

যদিও নতুন এই ‘প্লে সামথিং’ বাটনটি কবে এবং কীভাবে সব ব্যবহারকারীর জন্য চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে এটি স্পষ্ট, গুগল এখনো এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এবং হয়তো এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।

আগামী অক্টোবর মাসে আরও কিছু নতুন ফিচার রোল আউট করার ঘোষণা দেয় ইউটিউব। এগুলোর মধ্যে ছিল—প্লেলিস্টের জন্য থাম্বনেইল সেট করার সুযোগ, স্লিপ টাইমার এবং নতুন ডিজাইন করা মিনিপ্লেয়ার।

এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের আগের কার্যকলাপের ওপর ভিত্তি করে তাদের পছন্দের কনটেন্ট খুঁজে পেতে সহায়তা করে। এর ফলে পছন্দের কনটেন্ট খুঁজে পেতে দীর্ঘসময় স্ক্রল করতে হবে না এবং ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচবে।

এর ফলে ব্যবহারকারীদের জন্য কনটেন্ট খোঁজার প্রক্রিয়া আরও সহজ হবে, এবং এটি ব্যবহারকারীদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত থাকতে সহায়ক হতে পারে।

গত মাসে ‘ড্রিম ট্র্যাক’ ফিচার চালু করে প্ল্যাটফর্মটি। এই উদ্যোগের অংশ হিসেবে ক্রিয়েটরদের জন্য লাইসেন্স করা সংগীত ‘রিস্টাইল’ করার জন্য একটি এআই ফিচার চালু করেছে। এই ফিচারটি বর্তমানে সীমিত সংখ্যক ক্রিয়েটররা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে আরও ভালোমানের কনটেন্ট তৈরি করতে পারে ক্রিয়েটররা।

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

‘জাকারবার্গকে ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে’

সেকশন