Ajker Patrika
হোম > প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিলুপ্ত হতে পারে মানবজাতি: এআই ‘গডফাদার’

অনলাইন ডেস্ক    

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিলুপ্ত হতে পারে মানবজাতি: এআই ‘গডফাদার’
এআই ‘গডফাদার’ খ্যাত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। ছবি: এএফপি

আগামী তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপ্রতিরোধ্য উন্নয়ন মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন এআই ‘গডফাদার’ খ্যাত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন।

সম্প্রতি বিবিসি রেডিও ৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিন্টন বলেন, ‘এমন কিছু তৈরি হচ্ছে যা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। ইতিহাসে এমন উদাহরণ খুব কম যেখানে একটি কম বুদ্ধিমান সত্তা, একটি বেশি বুদ্ধিমান সত্তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে।’

জিওফ্রে হিন্টন ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথা মেশিন লার্নিংয়ের কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মৌলিক ভিত্তি উদ্ভাবনের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁর মতে, এআইয়ের বর্তমান অগ্রগতি আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। তিনি বলেন, ‘বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ২০ বছরের মধ্যে মানুষের চেয়েও বুদ্ধিমান এআই প্রযুক্তি তৈরি হবে। তবে এটি অত্যন্ত ভয়ংকর একটি চিন্তা।’

হিন্টন বলেন, ‘মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান কিছুকে নিয়ন্ত্রণ করা কখনোই সহজ নয়। আমাদের এমন অভিজ্ঞতা নেই। কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা তিন বছরের শিশু আর এআই আমাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান।’

হিন্টন জোর দিয়ে বলেন, ‘শুধুমাত্র বড় কোম্পানিগুলোর মুনাফা দেখে এআই-কে নিরাপদ বলা যাবে না। এ ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ দরকার।’

২০২৩ সালে গুগলের চাকরি ছাড়ার সময় হিন্টন বলেছিলেন, ‘এআইয়ের সীমাহীন উন্নয়ন মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে।’ তাঁর মতে, মানুষ খারাপ উদ্দেশ্যে এআই-এর অপব্যবহার করতে পারে।

হিন্টন ছাড়াও অন্যান্য এআই বিশেষজ্ঞরা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তবে এআই নিয়ে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। হিন্টনের সহকর্মী ও মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন মনে করেন, ‘এআই মানবজাতির জন্য ইতিবাচক হতে পারে। এমনকি মানবজাতিকে বিলুপ্তির হাত থেকেও রক্ষা করতে পারে।’

হিন্টনের সতর্কবার্তা আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এআইয়ের অগ্রগতির পাশাপাশি আমাদের দায়িত্ব হলো নিরাপদ ও মানবিক কাজে এর ব্যবহার নিশ্চিত করা। এ ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ ও নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ