হঠাৎই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে টেক জায়ান্ট গুগলের পরিষেবা গুলোতে । এই বিভ্রাট দেখা গেছে ইউটিউব, গুগল ড্রাইভ, জিমেইল, ডুও, মিট, হ্যাঙ্গআউটস, ডক্স, শীট সহ গুগলের অন্যান্য পরিষেবা গুলোতেও।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ভারতে গুগলের পরিষেবা বিভ্রাটের ১৫০০টিরও বেশি রিপোর্ট নথিবদ্ধ হয়েছে ওই সময়ে। টুইটারে গুগল ব্যবহারকারীরা স্ক্রিনশট পোস্ট করে দেখিয়েছেন তাদের জিমেইলের সাইন ইন পৃষ্ঠায় ‘৫০২’ ত্রুটি দেখতে পেয়েছেন। এ ছাড়া, বিশ্বজুড়ে গুগলের অন্যান্য পরিষেবাতেও লক্ষ্য করা গিয়েছে এই বিভ্রাট। গুগল এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।
সম্প্রতি মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও দেখা দেয় কারিগরি ত্রুটি। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিভ্রাট দেখা দেয়। তবে এই বিপর্যয়ের সঠিক কারণ স্পষ্ট করে জানায়নি মেটা।