হোম > প্রযুক্তি

জিহ্বা দেখে রোগ নির্ণয় করবে এআই স্ক্যানার

ফিচার ডেস্ক

জিহ্বা দেখে রোগ নির্ণয় করা প্রাচীন পদ্ধতি। আধুনিক যুগের চিকিৎসকেরাও প্রাচীন এই পদ্ধতি ব্যবহার করেন। এবার সেই কাজ করে দেবে এআই। মানুষের জিহ্বা দেখে রোগ নির্ণয় করার এমনই এক মেশিন লার্নিং মডেল আবিষ্কার করেছেন সম্প্রতি গবেষকেরা। এতে প্রমাণিত হয়েছে, এই কম্পিউটার অ্যালগরিদম মানুষের জিহ্বার রং বিশ্লেষণ করে বিভিন্ন রোগনির্ণয়ে ৯৮ শতাংশ নির্ভুল তথ্য দিয়ে থাকে। ইরাকি ও অস্ট্রেলিয়ান গবেষকদের তৈরি ইমেজিং সিস্টেম ডায়াবেটিস, স্ট্রোক, অ্যানিমিয়া, হাঁপানি, লিভার ও গলব্লাডারের অবস্থা, করোনা এবং বিভিন্ন ভাসকুলার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নির্ণয় করতে পারে।

মানুষের জিহ্বার রং রোগনির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দলটি। সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় ও ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটির (এমটিইউ) যৌথ প্রকৌশল গবেষকদের একটি দল টেকনোলজিস জার্নালে এ গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে জিহ্বা দেখে রোগ নির্ণয় করা সম্ভব। মডেলটিতে প্রথমে জিহ্বার বিভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন সময় ও পরিস্থিতির ৫ হাজার ২৬০টি ছবি দেওয়া হয়েছে।

গবেষক দলের সদস্যরা পুরো সিস্টেমটি পরীক্ষা করতে রোগীর কাছ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা ক্যামেরা দিয়ে তাদের জিহ্বার রং ধারণ করেন। কম্পিউটারের ওয়েব ক্যাম দিয়ে সুস্থ ও অসুস্থ—দুই ধরনের মানুষের জিহ্বা পরীক্ষা করা হয়েছে সে সময়। রোগ নির্ণয় করতে গবেষকেরা ৬০টি জিহ্বার চিত্র ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, সাদা জিভ রক্তস্বল্পতা নির্দেশ করতে পারে, কোভিড-১৯-এর ক্ষেত্রে আক্রান্ত হওয়া ব্যক্তিদের লাল জিহ্বা হওয়ার আশঙ্কা রয়েছে এবং নীল বা বেগুনি রঙের জিহ্বা রক্তনালি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা হাঁপানি নির্দেশ করে।

গবেষকেরা জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন, এআই সিস্টেমটি ‘নিরাপদ, দক্ষ, ব্যবহারকারীবান্ধব রোগ নির্ণয় পদ্ধতি হতে পারে।’ এই সিস্টেম স্মার্টফোনের ক্যামেরার সাহায্যেও রোগ নির্ণয় করতে পারবে।

সূত্র: মেডিকেল এক্সপ্রেস

বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের ব্যয়বহুল বোর্ডিং স্কুল

ফেসবুক গ্রুপের পোস্ট ম্যানেজ করবেন যেভাবে

এ বছরই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল

চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট

যে কারণে ওপেনএআইয়ের সাবেক বিজ্ঞানীর স্টার্টআপে বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া

চীনের সেনাসংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ইন্টেল

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

তরুণদের জন্য ফেসবুক নিয়ে এল পডকাস্ট সিরিজ