টি এইচ মাহির
অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট বা ভিএফএক্স বর্তমান সময়ে অনেক শিল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গেমিং, কনটেন্ট তৈরি, ব্র্যান্ডিং, ভার্চুয়াল সিমুলেশনসহ অনেক ক্ষেত্র তৈরি হয়েছে অ্যানিমেশনের। ফলে প্রযুক্তি বিশ্বে অ্যানিমেশন ও ভিএফএক্সের চাহিদা তুঙ্গে। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যেও এগুলো শেখার আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের অ্যানিমেশন ও ভিএফএক্স শেখাতে বুয়েটে চালু হয়েছে অ্যানিমেশন ক্লাব।
এটিকে বলা হচ্ছে দেশে প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হওয়া অ্যানিমেশন ও ভিএফএক্স-বিষয়ক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন ক্লাব। চলতি বছরের জানুয়ারি মাসে বুয়েটের একঝাঁক শিক্ষার্থী এবং শিক্ষক মিলে চালু করেন বুয়েট অ্যানিম্যাটা নামের এ ক্লাব। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের এই ক্লাবে যোগ দিতে কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। এখানেই শেখানো হবে থ্রিডি মডেলিং, অ্যানিমেশন ও ভিএফএক্স।
কল্পনাপ্রবণ মনের গল্পগুলো অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্টের সৃজনশীলতায় ফুটিয়ে তুলতে চায় বুয়েট অ্যানিম্যাটা। অ্যানিমেশন, ফিল্ম, গেমিং বা ডিজিটাল মিডিয়ায় সৃজনশীল ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন বুয়েটের যে শিক্ষার্থীরা, তাঁদের এখানে কাজ শেখার সুযোগ আছে।
বুয়েট অ্যানিম্যাটা ক্লাব কমিটি তৈরি হয়েছে ৫০ জনের বেশি সদস্য নিয়ে। ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন এস এম সাকিফ সানি। মডারেটর রয়েছেন বুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত। তা ছাড়া বেশ কিছু শিক্ষার্থী আছেন ক্লাবটি পরিচালনার দায়িত্বে। তাঁদের অনেকে অ্যানিমেশন ও ভিএফএক্সে দক্ষ।
ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাকিফ সানি বলেন, ‘বুয়েট অ্যানিম্যাটার সদস্যরা ক্লাবটিকে কেবল শেখার জায়গা নয়; বরং একটি পরিবার হিসেবে দেখে। সদস্যরা প্রায় বিভিন্ন প্রকল্পে একে অপরকে সহযোগিতা করেন, নিজেদের মধ্য মতবিনিময় করেন; যা তাঁদের দক্ষতা বাড়ায় এবং নতুন চিন্তার জন্ম দেয়। প্রতিটি ইভেন্ট এবং ওয়ার্কশপ সদস্যদের মধ্যে সৌহার্দ্য তৈরি করে।’
কর্মশালা
বুয়েট অ্যানিম্যাটা থ্রিডি মডেলিং কর্মশালার আয়োজন করে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজাইন ল্যাবে অনুষ্ঠিত হয় ক্লাবের প্রথম কর্মশালা। এর শিরোনাম ছিল ‘থ্রিডি মডেলিং বেসিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পাইপলাইন’। এখানে থ্রিডি মডেলিং, অ্যানিমেশন এবং এর বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়া হয়।