হোম > প্রযুক্তি

অসমর্থিত কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের ‘বিরক্ত’ করবে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক

হার্ডওয়্যারের ন্যূনতম শর্ত পূরণ না হলে উইন্ডোজ ১১–এ চালানো পিসি আপডেট পেতে নাও পারে ছবি: হেল্প ডেস্ক গিক

ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১১-এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। আগামী বছরের অক্টোবরের মধ্যে উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হতে চলেছে, আর অসমর্থিত কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহারের এর ক্ষেত্রে গ্রাহকদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে কোম্পানিটি। অসমর্থিত পিসিতে উইন্ডোজ ১১ ব্যবহারের সময় বিভিন্ন ভাবে বিরক্ত হবেন ব্যবহারকারীরা।

কোম্পানিটির এক নথি দেখতে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নিওউইন। সেই নথিতে বলা হয়েছে, যাদের ডেস্কটপ উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য ন্যূনতম শর্ত পূরণ করছেন না, তাদের ডিভাইসে একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখানো হবে। সেই সঙ্গে সেটিংস অ্যাপে একটি নোটিফিকেশন বার বার আসতে পারে। এই নোটিফিকেশন জানাবে যে, পিসিটি হার্ডওয়্যারের ন্যূনতম শর্ত পূরণ করছে না।

এ ছাড়া মাইক্রোসফট সতর্ক করেছে, হার্ডওয়্যারের ন্যূনতম শর্ত পূরণ না হলে উইন্ডোজ ১১–এ চালানো পিসি আপডেট পেতে নাও পারে এবং এর ফলে পিসির যেকোনো সমস্যা হলে কোম্পানির ম্যানুফ্যাকচারারের ওয়ারেন্টির আওতায় পড়বে না।

এই নোটিফিকেশন দেখা যেতে পারে, ‘এই পিসি উইন্ডোজ ১১ চালানোর জন্য প্রয়োজনীয় সিস্টেম শর্ত পূরণ করছে না–এই শর্তগুলো আরও নির্ভরযোগ্য এবং উন্নত মানের অভিজ্ঞতা নিশ্চিত করতে সাহায্য করে। উইন্ডোজ ১১ ইনস্টল করলে এটি আর সমর্থিত হবে না এবং আপডেট পাওয়া যাবে না। সংগত কারণে, কম্পিউটারের কোনো ক্ষতি হলে তা ম্যানুফ্যাকচারারের ওয়ারেন্টির আওতায় পড়বে না।

উইন্ডোজ ১১-এর চালুর পর থেকে এর গ্রহণযোগ্যতা ধীর গতিতে বাড়ছে। বিশেষত এর হার্ডওয়্যার শর্ত পূরণের কারণে। উইন্ডোজ ১০-এর সঙ্গে পরিচিত ব্যবহারকারীরা সহজে আপগ্রেড করতে চাচ্ছেন না। আবার উইন্ডোজ ১১-এ অনেক মৌলিক পরিবর্তনও এসেছে যেমন স্টার্ট মেনু ও টাস্কবারের ডিজাইনে পরিবর্তন। আরেকটি বড় বাধা হল টিপিএম ২.০ নিরাপত্তা প্রযুক্তি এবং সিকিউর বুট এর মতো হার্ডওয়্যার শর্ত, যা অনেক পুরোনো পিসি-কে বাদ দিয়ে নতুন পিসি কেনার প্রয়োজনীয়তা তৈরি করছে।

এ ছাড়া কিছু ব্যবহারকারী উইন্ডোজ ১১ ইনস্টল করতে রেজিস্ট্রি টুইক কিংবা থার্ড-পার্টি টুলস যেমন: রুফাস বা ফ্লাইবাই ১১ ব্যবহার করছেন। তবে মাইক্রোসফট সেগুলোকে সমর্থন না করলেও, এসব টুলস উইন্ডোজ ১১ ইনস্টল করতে সাহায্য করছে।

অবশ্য কিছু ব্যবহারকারী যারা উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে চাচ্ছেন কিন্তু সমর্থিত হার্ডওয়্যার নেই, তারা হয়তো এই সতর্কতাগুলো উপেক্ষা করবেন।

তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এই নতুন পদক্ষেপে হয়তো বেশ কিছু পিসি ব্যবহারকারী আপডেট পেতে অসুবিধায় পড়তে পারেন। তবে ব্যবহারকারীরা নিজের পুরোনো পিসি থেকে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে চাইলে মাইক্রোসফটের সতর্কতা উপেক্ষা করে তারা কিছু পদক্ষেপ নিতে পারেন।

তবে মাইক্রোসফটের এই কঠোর পদক্ষেপগুলোকে উপেক্ষা করে পুরোনো পিসিতেই আরও বেশ কিছুদিন উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে। তবে সুরক্ষিত ব্যবহারের জন্য ভবিষ্যতে নতুন পিসি কিনতে হতে পারে, কারণ উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হওয়ার পর আরও বেশি মানুষ উইন্ডোজ ১১-এ ব্যবহার করবে।

উইন্ডোজ ১১-এর গ্রহণযোগ্যতা শুরুর দিকে ধীর গতিতে ছিল। তবে সম্প্রতি এটি ধীরে ধীরে বাড়ছে। স্ট্যাটকাউন্টারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, উইন্ডোজ ১০ এখনো বাজারে প্রধান অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে, যার শেয়ার ৬২ শতাংশ আর উইন্ডোজ ১১ এর শেয়ার প্রায় ৩৫ শতাংশ। তবে উইন্ডোজ ১০ এর সমর্থন শেষ হতে চলেছে, ফলে আরও বেশি মানুষ আপগ্রেড করতে চাইবে।

তথ্যসূত্র: জেডনেট

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন