Ajker Patrika
হোম > প্রযুক্তি

টেসলার ৩৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক

অনলাইন ডেস্ক

টেসলার ৩৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জানিয়েছে, এ সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবারে তিনি এ শেয়ারগুলো বিক্রি করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি মাস্ক। গত মাসে মাস্ক বলেছিলেন, তিনি টেসলার ৩৯৫ কোটি ডলার শেয়ার বিক্রি করেছেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার একদিন পরেই তিনি এ কথা বলেছিলেন।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।

গতকাল বুধবারে নাসডাক তালিকাভুক্ত টেসলার শেয়ারমূল্য ৫০ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। ২০২০ সালের পরে টেসলার এতটা দরপতন আর কখনো হয়নি। গত বছরের শেষে কোম্পানিটির মূল্য ১ লাখ কোটি ডলারেরও বেশি ছিল। কিন্তু গত কয়েক মাসে এর মূল্য ব্যাপকভাবে কমে গেছে।

গত অক্টোবরে টুইটার কিনেছেন মাস্ক। সে সময় টুইটার কেনার অর্থ জোগাড় করতে গিয়ে টেসলার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তারপর থেকে তাঁর ব্যবসায়িক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টুইটার। টেসলার শেয়ার পতনের এটি একটি বড় কারণ বলে মনে করছেন অনেকেই।

বিনিয়োগকারীরা মনে করছেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যেতে পারে। কারণ দেশের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।

টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর এ সপ্তাহে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানও হারিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে, এখন বিশ্বের শীর্ষ ধনী বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৭৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ১৯১ কোটি মার্কিন ডলার।

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন