হোম > প্রযুক্তি

জেফ বেজোসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জাকারবার্গ

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনীর তালিকায় স্থান পেলেন ফেসবুক তথা মেটার সিইও মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে পেলেন তিনি। মেটার শেয়ারের দাম বাড়ায় এই মাইলফলক অর্জন করছেন মার্ক। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুসারে, বর্তমানে জাকারবার্গের মোট সম্পদ ২০৬ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২০ হাজার ৬২০ কোটি ডলার। আর তাতেই তিনি জেফ বেজোসের চেয়ে ১ দশমিক বিলিয়ন ডলার বা ১১০ কোটি ডলারে এগিয়ে রয়েছেন। তবে টেসলার মালিক ইলন মাস্কের চেয়ে এখনো জাকারবার্গের সম্পদ ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলার কম। 

জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শক্তিশালী করেছে আর তাতেই দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মেটার শেয়ার বেড়েছে প্রায় ২৩ শতাংশ। 

গত বৃহস্পতিবার লেনদেন শেষে মেটার শেয়ারদর রেকর্ড ৫৮২ দশমিক ৭৭ ডলারে পৌঁছায়। 

এটি কোম্পানির জন্য বড় অর্জন। ২০২২ সালের শেষের দিকে মেটা ২১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেসময় খরচ কমানোর জন্য একটি পরিকল্পনা চালু গ্রহণ করেন মার্ক জাকারবার্গ। বিনিয়োগকারীদের মতে, এই পরিকল্পনা কোম্পানিকে পুনরুদ্ধারে সাহায্য করেছে। 

ডেটা সেন্টার ও কম্পিউটিং ক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে মেটা। কারণ এআই খাতের প্রতিযোগিতায় সামনের দিকে থাকার চেষ্টা করছেন। কোম্পানিটি অন্যান্য দীর্ঘমেয়াদি প্রকল্পেও এগিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে ‘ওরিয়ন’ নামের অগমেন্টেড রিয়্যালিটি (এআর) চশমা। এই চশমা গত মাসে উন্মোচন করেছে কোম্পানিটি। 

উল্লেখ্য, মেটা ১৩ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ। চলতি বছর তাঁর সম্পদের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার বা ৭ হাজার ৮০০ ডলার বেড়েছে, যা ব্লুমবার্গ ইনডেক্স অনুসারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ। ৪০ বছর বয়সী মার্ক জাকারবার্গ এ বছর বিশ্বের ধনীর তালিকার সূচকে চারটি স্থান অর্জন হয়েছেন।

বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের ব্যয়বহুল বোর্ডিং স্কুল

ফেসবুক গ্রুপের পোস্ট ম্যানেজ করবেন যেভাবে

এ বছরই নতুন ১০ ডিভাইস আনতে পারে অ্যাপল

চ্যাট, কল ও চ্যানেলের জন্য নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে

এখন আপনার সব আলাপ মনে রাখবে চ্যাটজিপিটি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট

যে কারণে ওপেনএআইয়ের সাবেক বিজ্ঞানীর স্টার্টআপে বিনিয়োগ করছে গুগল ও এনভিডিয়া

চীনের সেনাসংশ্লিষ্ট শতাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ইন্টেল

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

তরুণদের জন্য ফেসবুক নিয়ে এল পডকাস্ট সিরিজ