Ajker Patrika
হোম > প্রযুক্তি

ভারতে প্রথমবারের মতো ক্লাস নিল এআই শিক্ষক আইরিশ

অনলাইন ডেস্ক

ভারতে প্রথমবারের মতো ক্লাস নিল এআই শিক্ষক আইরিশ

ভারতের কেরালা রাজ্যে এক স্কুলে প্রথমবারের মতো ক্লাস নিয়েছে এআই শিক্ষক আইরিস। মেকারল্যাবস এডুটেকের সহযোগিতায় তৈরি আইরিস সম্ভবত ভারতের প্রথম মানবসদৃশ রোবট শিক্ষক। কেরালার তিরুবনন্তপুরমের একটি স্কুলে এ বৈপ্লবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এক দাতব্য সংস্থার উদ্যোগে কেরালার রাজধানীর কেটিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ পদক্ষেপ নেওয়া হয়। পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে স্কুলগুলোকে আরও আগ্রহী করে তুলতে অটল টিঙ্কারিং ল্যাবের (এটিএল) প্রকল্পের অংশ হিসেবে আইরিস তৈরি করা হয়েছে। 

গত মাসে প্রথম আইরিস নিয়ে খবর বের হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বহুভাষী এআই শিক্ষকটির অনেকগুলো দক্ষতার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছে মেকারল্যাবস। নানা বিষয়ের জটিল প্রশ্নের জবাব দিতে পারে আইরিস।    

ঘুরে ঘুরে ক্লাস নেওয়ার জন্য এই রোবটে চাকাও দেওয়া হয়েছে।পারসোনালাইজড ভয়েস অ্যাসিস্ট্যান্স ও মিথস্ক্রিয়ামূলক শিক্ষণ সুবিধার পাশাপাশি গতিশীলতার জন্য এই রোবটের মধ্যে চাকাও দেওয়া আছে। 

অভিনব এই উদ্যোগ কেরালার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আইরিসের বৈচিত্র্যময় পদ্ধতিতে শেখানোর এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা রয়েছে। 

মানবসদৃশ এ রোবটের দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হবে তা এখনো অজানা। তবে আইরিসের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষাব্যবস্থা কেমন হতে চলেছে, তার এক ঝলক দেখতে পাওয়া যাবে।

প্রযুক্তি খাতে বড় ধস, সাতটি কোম্পানি হারাল ৭৫০ বিলিয়ন ডলার

চ্যাটজিপিটিও মানসিক চাপ ও উদ্বেগের লক্ষণ দেখায়: গবেষণা

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

লাখ টাকার কমে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো

ওপেনএআইয়ের সঙ্গে ১১.৯ বিলিয়ন ডলারের চুক্তি করল স্টার্টআপ কোম্পানি

চীনা সরকারকে কনটেন্ট সেন্সর শিখিয়েছে ফেসবুক: সাবেক কর্মকর্তা

এক্সে বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দুষলেন মাস্ক

শিক্ষার্থীদের জন্য এআই শিক্ষক ‘নোভা’

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১০ প্রযুক্তি

চীনের ১৩৮ বিলিয়ন ডলারের প্রযুক্তি তহবিল