Ajker Patrika

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৭: ৪০
আইফোন ১৭ প্রো ম্যাক্সে ২০০ মেগাপিক্সেলের সেন্সর সহ নতুন কোয়াড-লেন্স ক্যামেরা সিস্টেম থাকতে পারে। ছবি: গালফ নিউজ
আইফোন ১৭ প্রো ম্যাক্সে ২০০ মেগাপিক্সেলের সেন্সর সহ নতুন কোয়াড-লেন্স ক্যামেরা সিস্টেম থাকতে পারে। ছবি: গালফ নিউজ

আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সের বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে। প্রযুক্তির দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এসব ফিচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোনটি স্মার্টফোনের দুনিয়ায় নতুন এক বিপ্লব সৃষ্টি করতে পারে। আইফোন ১৭ প্রো ম্যাক্স ছাড়াও আইফোন ১৭ ‘এয়ার’ নামক একটি হালকা-পাতলা সংস্করণও আসতে পারে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এসব তথ্য ফাঁস করেছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী, পারফরম্যান্স, ডিসপ্লে ও ক্যামেরা ফিচারে নতুন চমকপ্রদ উন্নতির মাধ্যমে আইফোন ১৭ প্রো ডিভাইসটি স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরে আসবে। প্রযুক্তি মিডিয়া লিকসও দাবি করেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স তার পূর্বসূরি আইফোন ১৬ প্রো ম্যাক্সের তুলনায় আরও মোটা হবে। অর্থাৎ, এতে আরও বড় ব্যাটারি ব্যবহার হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, ‘আমরা কিছুটা জানি সামনে কি আসছে। ২০২৫ হতে পারে আইফোন ডিজাইনের অন্যতম বৃহত্তম আপডেট, যা আমরা ২০১৭ সালের আইফোন এক্সের পর থেকে দেখিনি।’

নতুন আইফোন ১৭ ‘এয়ার’ হবে অনেক পাতলা। এ ছাড়া ডিসপ্লের আকার, ক্যামেরার নতুন লুকসহ মডেলটিতে আরও অনেক পরিবর্তন দেখা যাবে।

ডিসপ্লে এবং ডিজাইন

ফোর্বসের মতে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চি আলট্রা রেটিনা এক্সডিআর ৩.০ ডিসপ্লে থাকবে, যা প্রো মোশন ২.০ সমর্থন করবে এবং ২৪০ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন সিরামিক শিল্ড প্রো ডিসপ্লে তার স্থায়িত্ব নিশ্চিত করবে আর টাইটানিয়াম ২.০ বডি এটিকে আরও হালকা এবং আগের তুলনায় শক্তিশালী করবে। এ ছাড়া, এর বেজেলও সংকুচিত করবে অ্যাপল।

মূল্য

এখন পর্যন্ত মূল্যের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে, আইফোন ১৬ প্রো (১ টিবি) আমাজন প্রাইমে দাম রাখা হয়েছে ৫ হাজার ৭৬৯ ডলার আর ১২৬ জিবি সংস্করণটির দাম ৩ হাজার ৮৬৫ ডলার।

এদিকে ম্যাকরিউমার দাবি করেছে, আইফোন ১৭ প্লাস থাকবে না। কারণ অ্যাপল ‘প্লাস’সিরিজটি বাদ দিচ্ছে। কারণ এটি গ্রাহকদের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি।

ম্যাকরিউমার আরও বলে, ‘আইফোন ১৭ স্লিম আইফোন ১৭ প্লাসকে সরাসরি প্রতিস্থাপন হবে না, বরং এটি লাইনআপে একটি নতুন ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করবে। আসন্ন ডিভাইসটির ডিসপ্লে সাইজ হবে প্রায় ৬ দশমিক ৬ ইঞ্চি এবং চ্যাসিসের পুরুত্ব হবে ৬ মিমি বা তারও কম।’

আইফোন ১৭ প্রো ম্যাক্সে ২০০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরসহ নতুন কোয়াড-লেন্স ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এই আপডেট কম আলোয় আরও উন্নত ও স্পষ্ট ছবি তুলেতে পারে। এই মডেল এআইয়ের মাধ্যমে ছবিগুলো আরও নিখুঁত করবে।

এ ছাড়া গুঞ্জন রয়েছে যে, ফোনটির ১০ এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্সটি তৈরি হয়েছে সেরা জুমিং ক্ষমতা প্রদান করার জন্য। একটি বিশেষ ‘অ্যাস্ট্রোফটোগ্রাফি মোড’ও থাকবে, যা অসাধারণ বিস্তারিতসহ আকাশগঙ্গা ও মহাকাশের ছবি তুলে ধরবে।

আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৩ এনএম প্লাস আর্কিটেচারসহ এ১৯ বায়োনিক চিপ থাকবে, যা ফোনটিকে অত্যন্ত দ্রুত প্রসেসিং ক্ষমতা দেবে। এর ফলে এআই ফিচারগুলোর ক্ষেত্রে নিউরাল ইঞ্জিনগুলো আরও দ্রুত কাজ করবে।

এই ডিভাইসে ৪৮ ঘণ্টার ব্যাটারি লাইফ থাকবে। ব্যাটারিটিতে ম্যাগসেফ ২.০ দিয়ে দ্রুত ওয়্যারলেস চার্জিং এবং ইউএসবি সি২.১ দিয়ে আলট্রা-ফাস্ট ওয়্যারড চার্জিংয়ের সুবিধা থাকবে। এ ছাড়া, সোলার-অ্যাসিস্টেড চার্জিং প্রযুক্তি ফোনটিকে যেকোনো পরিবেশে চার্জিং করার সুবিধা দেবে।

এআই-চালিত আইওএস ১৮

এক প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৭ প্রো ম্যাক্স আইওএস ১৮-এ চলবে। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাপল ইন্টিলেজেন্স ব্যবহার করা যাবে। এতে এআই সহকারী থাকবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করবে। এ ছাড়া লাইভ ট্রান্সলেট, এআই সারাংশ এবং স্মার্ট উইজেটের মতো ফিচার থাকবে। আর ডাইনামিক আইল্যান্ড ২.০-এ এআই-ভিত্তিক নোটিফিকেশন দেখা যাবে।

৬জি কানেকটিভিটি ও সিকিউরিটি

আইফোন ১৭ প্রো ম্যাক্স ৬জি কানেকটিভিটি (সংযোগ) সমর্থন করবে, যা আগের তুলনায় অনেক দ্রুত ডেটা স্থানান্তর করতে পারবে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এখনো ৬জি স্ট্যান্ডার্ড চূড়ান্ত করতে কাজ করছে। তবে কিছু ফিচার ইতিমধ্যে বড় ফোন নির্মাতারা আগেভাগে ফোনগুলোতে যুক্ত করেছে।

এ ছাড়া, অ্যাপল নতুন কোয়ান্টাম সিকিউর ফেইস আইপি চালু করেছে, যা ফেসিয়াল রিকগনিশনকে আরও সুরক্ষিত করবে। নতুন প্রাইভেসি কোর চিপ ডেটাকে সুরক্ষা দেবে, যা ব্যবহারকারীদের জন্য শীর্ষ মানের নিরাপত্তা নিশ্চিত করবে।

আইফোন ১৭ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

১. ডিসপ্লে: ৬.৯ ইঞ্চি আলট্রা রেটিনা এক্সডিআর ৩.০, ২৪০ হার্টজ প্রো মোশন

২. প্রসেসর: ৩ এনএম প্লাস আর্কিটেচারসহ এ১৯ বায়োনিক চিপ

৩. ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ১০ এক্স পেরিস্কোপ জুম, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড

৪. ব্যাটারি লাইফ: ৪৮ ঘণ্টা, সোলার-অ্যাসিস্টেড চার্জিং

৫. অপারেটিং সিস্টেম: আইওএস ১৮, এআই-চালিত অ্যাপল ইন্টিলেজেন্স ফিচার,

৬. বিল্ড: টাইটেনিয়াম ২.০ এবং সিরামিক শিল্ড প্রো

৭. কানেকটিভিটি: ৬ জি, ইউএসবি সি–২.১, ম্যাগসেফ ২.০

৮. সিকিউরিটি: কোয়ান্টাম সিকিউর ফেইস আইপি, প্রাইভেসি কোর চিপ

তথ্যসূত্র: গালফ নিউজ

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত