Ajker Patrika
হোম > প্রযুক্তি

গল্পের উড়ন্ত গাড়ি এবার বাস্তবে

অনলাইন ডেস্ক

গল্পের উড়ন্ত গাড়ি এবার বাস্তবে

এত দিন কল্পকাহিনীতে থাকলেও এবার বাস্তবে দেখা মিলেছে উড়ন্ত গাড়ির। রীতিমতো জনসমক্ষে উড়ে দেখাল সেই উড়ুক্কু যান। হেলিকপ্টার সদৃশ আকাশযানটি তৈরি করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেটেড। প্রযুক্তির নতুন এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চীনা সংস্থাটি তাদের উড়ুক্কু যানের নাম রেখেছে ‘এক্স টু’। এটি উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করে থাকে। দুই আসনের এই বৈদ্যুতিক গাড়িটির চার কোনায় দুটি করে মোট আটটি প্রপেলার রয়েছে। 

গত সোমবার (১০ অক্টোবর) দুবাইয়ে এর পরীক্ষামূলক উড্ডয়ন হয়। সফল উড্ডয়নের পর উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাণ সংশ্লিষ্টরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই উড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে বলে প্রত্যাশা তাঁদের। 

এক্সপেং’র জেনারেল ম্যানেজার মিনগুয়ান কিউ জানান, আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত গাড়িটি ধাপে ধাপে আত্মপ্রকাশ করতে চায় প্রতিষ্ঠান। টেস্ট ফ্লাইটের জন্য দুবাইকেই বেছে নেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুবাই বিশ্বের অন্যতম উদ্ভাবনী শহর। তাই নতুন উদ্ভাবন প্রকাশ্যে আনতে বেছে নেওয়া হয়েছে এই শহরকে।

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে