হোম > প্রযুক্তি

শাওমির নতুন স্মার্টফোনে এআই ক্যামেরা

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

নতুন নতুন প্রযুক্তিপণ্য দিয়ে ব্যবহারকারীদের তৃপ্ত করতে শাওমির জুড়ি নেই। এই প্রযুক্তি জায়ান্ট এবার দেশের বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন শাওমি রেডমি নোট ১৪। ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনে আছে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফি ও ছবি সম্পাদনায় এ ক্যামেরা দেবে প্রফেশনাল অভিজ্ঞতা। পারফরম্যান্স ও স্টাইলের ভিন্নতার কারণে টেকপ্রেমীদের নজর কাড়বে শাওমি রেডমি নোট ১৪।

স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা প্রাণবন্ত, স্পষ্ট ও নিখুঁত ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। ছবি সম্পাদনা ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই এবং এআই ইরেজ টুল।

নতুন স্মার্টফোন বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, যাঁরা পারফরম্যান্স, ডিজাইন ও প্রিমিয়াম অভিজ্ঞতায় বিশ্বাসী, তাঁদের সবার পছন্দের শীর্ষে থাকবে স্মার্টফোনটি।’

শাওমি রেডমি নোট ১৪-এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরেবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে এবং দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫। এ ধরনের সুরক্ষাব্যবস্থা এই সেগমেন্টে শুধু শাওমি রেডমি নোট ১৪-এ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ধুলা এবং পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। ফলে যেকোনো পরিস্থিতিতে স্মার্টফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

ইনস্টাগ্রামের মতো যে ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে

স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ সিরিজের মোড়ক উন্মোচন কাল, দেখবেন যেভাবে

জাকারবার্গ, বেজোস ও মাস্ক: ট্রাম্পের শপথে মন্ত্রীদের আগে বিলিয়নিয়াররা

টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

গাছে পানি দেওয়ার দেশীয় প্রযুক্তি

ভার্চুয়াল দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা

১ লাখ ৬০ হাজার বছর পর দেখা যাবে

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি

ট্রাম্পের পর এবার ক্রিপ্টো ব্যবসায় নামলেন মেলানিয়া

সেকশন