Ajker Patrika
হোম > প্রযুক্তি

ব্যবহারকারীদের সুবিধায় নতুন ৩টি এক্সটেনশন আনল ফায়ারফক্স 

প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের সুবিধায় নতুন ৩টি এক্সটেনশন আনল ফায়ারফক্স 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুবিধায় নতুন তিনটি এক্সটেনশন নিয়ে এসেছে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স। রিড-অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন ব্যবহারকারীদের দেবে ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এক্সটেনশনগুলোর মধ্যে ‘রিড-অ্যালাউড’ এক্সটেনশনটি ‘টেক্সট টু স্পিচ’ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ও যারা চোখকে একটু আরাম দিতে চান, তাঁরা উপকৃত হবেন।

‘ফায়ারফক্স রিলে’ এক্সটেনশনটি ব্যবহার করে ই-মেইল আইডি গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুবিধা পাওয়া যাবে। ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের নিজস্ব ই-মেইলে পাঠানো হবে। এতে করে ব্যবহারকারী অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের ই-মেইল আইডি প্রকাশ না করেও নিজের কাজ চালিয়ে নিতে পারবেন।

‘ক্লিয়ার ইউআরএল’ এক্সটেনশনটি ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করে নেওয়া যাবে। ফলে অন্যকে সহজেই সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানো যাবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেলেও শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমেও এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড