হোম > প্রযুক্তি

এবার ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর এবার লিংকডইনের ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হলো। হ্যাকারদের মধ্যে জনপ্রিয় একটি ওয়েবসাইটে প্রায় ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিষয়টি লংকডইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ সম্পর্কিত প্রথম তথ্য প্রকাশ করে সাইবার নিরাপত্তা সম্পর্কিত খবর ও গবেষণা প্রতিষ্ঠান সাইবারনিউজ। গত মঙ্গলবার তারা জানায়, একটি ওয়েবসাইটে বিপুলসংখ্যক লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য নিলামে তোলা হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর আইডি, নাম, ই–মেইল, ফোন নম্বর, লৈঙ্গিক পরিচয়, পেশা সম্পর্কিত তথ্যসহ গুরুত্বপূর্ণ নানা তথ্য।

লিংকডইন কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন ওয়েবসাইট ও কোম্পানির তথ্য এক করে এই তথ্যভাণ্ডারে তোলা হয়েছে বিক্রির জন্য।

এ সম্পর্কিত এক বিবৃতিতে মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের যেসব তথ্য ওই ওয়েবসাইটে নিলামের জন্য তোলা হয়েছে, তা মূলত ব্যবহারকারীদের প্রোফাইলে সবার জন্য উন্মুক্ত তথ্য। ফলে এটাকে ঠিক সেই অর্থে তথ্য ফাঁস বলা যাবে না।

লিংকডইন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বর্তমানে ৬৭ কোটি ৫০ লাখের বেশি মানুষ লিংকডইন ব্যবহার করেন।

ফেসবুকের ৫০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য ফাঁসের কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল। এটি নিঃসন্দেহে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। কারণ, ফেসবুক, লিংকডইনসহ সামাজিক মাধ্যমগুলো তাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে আসছে। কিন্তু এখন ব্যবহারকারীরা দেখছেন, এই নিরাপত্তা প্রতিশ্রুতি আদতে কিছু আর করতে পারছে না।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন