হোম > প্রযুক্তি

চীনে এআই চিপের চালান বন্ধে তাইওয়ানি টিএসএমসিকে যুক্তরাষ্ট্রের নির্দেশ

অনলাইন ডেস্ক

টিএসএমসি–কে একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। ছবি: এএফপি

আগামী সোমবার থেকে চীনের গ্রাহকদের জন্য উন্নত চিপের চালান বন্ধ করতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং–কে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চিপগুলো প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।

টিএসএমসি–কে একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এই চিপে চীনের জন্য তৈরি কিছু উন্নত চিপের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই চিপগুলো ৭ ন্যানোমিটার বা তার চেয়েও উন্নত ডিজাইনের, যা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকসেলারেটর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (‘জিপিইউ) –এ ব্যবহার করা হয়।

কয়েক সপ্তাহে আগে টিএসএমসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল যে, তাদের চিপ হুয়াওয়ের এআই প্রসেসরে পাওয়া গেছে। গবেষণা প্রতিষ্ঠান টেক ইনসাইটস ওই পণ্যটি ভেঙে দেখেছিল, যার মাধ্যমে টিএসএমসি চিপ এবং রপ্তানি নিয়ন্ত্রণের লঙ্ঘনের প্রমাণ উঠে এসেছে

মার্কিন সীমাবদ্ধ বাণিজ্য তালিকায় রয়েছে হুয়াওয়ে। এটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী কোম্পানির কাছে যেকোনো পণ্য বা প্রযুক্তি পাঠাতে লাইসেন্স নিতে বাধ্য করে। যে কোনো লাইসেন্স যা হুয়াওয়ের এআই প্রচেষ্টাকে সহায়তা করতে পারে, তা অগ্রাহ্য করা হবে।

সূত্রগুলো গত মাসে রয়টার্সকে জানিয়েছিল, টিএসএমসি চীনে ভিত্তিক চিপ ডিজাইনার ‘সোফগো’–কে চিপ সরবরাহ স্থগিত করেছে। কারণ ওই চিপটি হুয়াওয়ে এআই প্রসেসরে পাওয়া চিপটির সঙ্গে মিলে গেছে।

তবে চিপটি কীভাবে হুয়াওয়ের ‘অ্যাসেন্ড ৯১০ বি’ প্রসেসরে যুক্ত করা হল তা নিশ্চিত করা যায়নি। এটি ২০২২ সালে উন্মোচন হয়েছিল এবং এটি চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।

সর্বশেষ এই নিষেধাজ্ঞা অনেক বেশি কোম্পানিকে প্রভাবিত করবে। অন্য কোনো কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরের জন্য চিপ সরবরাহে পাঠাচ্ছে কিনা তা মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়নেরও সুযোগ দেবে।

চিঠির পাওয়ার পর টিএসএমসি প্রভাবিত গ্রাহকের জানিয়ে দিয়েছে যে, তারা সোমবার থেকে চিপের চালান স্থগিত করছে।

বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও টিএসএমসি–এর মুখপাত্রও মন্তব্য করতে অস্বীকার করেছেন।

তবে টিএসএমসি বলেছে, কোম্পানিটি ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল’, যা সমস্ত নিয়ম ও বিধি ও রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

যখন মার্কিন সরকার কোন একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা নতুন নিয়ম আরোপ করতে চায়, তখন সাধারণত একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া অনুসরণ করে। তবে ‘ইজ ইনফর্মড’ চিঠি ব্যবহারের মাধ্যমে এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যায়। এই চিঠির মাধ্যমে সরকার সরাসরি কোম্পানিকে জানিয়ে দেয় যে, তারা নতুন লাইসেন্স নিয়ম বা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফলে নতুন নিয়মটি দ্রুত কার্যকর হয় এবং কোম্পানিকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন