Ajker Patrika
হোম > প্রযুক্তি

শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের কাজ করাচ্ছে গুগল

প্রযুক্তি ডেস্ক

শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের কাজ করাচ্ছে গুগল

শ্রম আইন লঙ্ঘন করে কম বেতনে হাজার হাজার শ্রমিকদের কাজ করাচ্ছে গুগল। দ্য নিউইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানের মাধ্যমে  জানা গেছে,গুগল আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিয়োগকৃত শ্রমিকদের কম মজুরি দিয়েছে এবং বেশ কিছু দেশে পে প্যারিটি আইন মানেনি। পে প্যারিটি আইন অনুযায়ী, অস্থায়ী হোক বা স্থায়ী হোক সকলেই সমান হারে বেতন পাবেন।
 
এই শ্রম আইন লঙ্ঘন করার ভুলটি আবিষ্কার করে গুগলের কমপ্লায়েন্স বিভাগ । কিন্তু তৎক্ষণাৎ এ বিষয়ে কোনো ক্ষতিপূরণ দেয়নি গুগল। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,  এই কাজটি গুগল কৌশলে করেছে এবং তারা এটা করেছে আইনগত, অর্থনৈতিক এবং সুনামগত ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য।

আয়ারল্যান্ডে অবস্থিত গুগলের ম্যানেজার অ্যালান ব্যারি আশঙ্কা করেন যে, এই বিষয়টি কর্মীদের মাঝে হতাশা বাড়াবে। ব্যারি আরও জানান, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কারেকশন প্রয়োজন ছিল। কিন্তু গুগলের পক্ষ থেকে সেটা করা হয়নি।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, বিষয়টির সত্যতা কর্মীদের অভ্যন্তরীণ ইমেইলগুলো বিশ্লেষণ করে জানা গেছে।

পে প্যারিটি শ্রম আইন অনুসারে ইউরোপ এবং এশিয়ায়  ফুলটাইম এবং অস্থায়ী কর্মচারীরা যারা একই স্থানে কাজ করেন তারা সমান বেতন পাবেন । এই প্রটোকলটি অবশ্য যুক্তরাষ্ট্রে নেই। 

দ্য গার্ডিয়ান জানায়, গুগলের নয়শর ওপরে অস্থায়ী কর্মী যারা যুক্তরাজ্য,আয়ারল্যান্ড,ভারত,জার্মানি, নেদারল্যান্ডস,ফ্রান্স এবং পোল্যান্ডে কাজ করে, তারা এই দেশগুলোতে আঞ্চলিক পে প্যারিটি আইন বাস্তবায়ন করার জন্য বাধ্য করেছে।

গুগলের প্রধান কমপ্লায়েন্স অফিসার স্পাইরো কারেটসস জানান,‘ আমাদের কোম্পানী যে উচ্চ স্টান্ডার্ড মেইনটেইন করে সেটা এখানে মানা হয়নি। সংক্ষেপে কি ভুল হয়েছে তা আমরা বের করবো ।’ 

দ্য নিউয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ান উভয়ই জানিয়েছে বিষয়টি অবশ্যই গুগলের ব্যবসায়িক ফাইলে উল্লেখ করা উচিত ছিল।

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়