Ajker Patrika
হোম > প্রযুক্তি

৫জি আনছে আম্বানির গ্রুপ, আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

৫জি আনছে আম্বানির গ্রুপ, আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা

আগামী দুই মাসের মধ্যে ভারতে ৫জি আনছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। ৫জি আনতে আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ৫জি পরিষেবাটি রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান জিও’র মাধ্যমে চালু করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি জানান, দিল্লি, মুম্বাইসহ প্রধান প্রধান শহরে প্রথমে উচ্চগতির ইন্টারনেট আনা হবে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তা পুরো ভারত জুড়ে সম্প্রসারণ হবে।

গতকাল সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্সের ৫জি নেটওয়ার্ক প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ৫জি নেটওয়ার্ক প্রকল্প। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুগলের সঙ্গে একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে রিলায়েন্স। এমনটি জানিয়েছেন মুকেশ আম্বানি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর দাম এবং কবে নাগাদ বাজারে আনা হবে সেটিও জানানো হয়নি। ভারতে বর্তমানে সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম ১৫০ ডলারের মতো।

এর আগে, চলতি মাসের শুরুতে ভারত সরকার রেকর্ড ১ হাজার ৯০০ কোটি ডলারের তরঙ্গ নিলামে বিক্রি করে। নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ কেনে রিলায়েন্স-জিও। নিলামে আরও অংশ নিয়েছিল-ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্ক। 

উল্লেখ্য, আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার