Ajker Patrika
হোম > প্রযুক্তি

ডিএনএর কৃত্রিম মৌলিক গাঠনিক উপাদান তৈরি হলো

শাহরিয়ার ফারদিন

ডিএনএর কৃত্রিম মৌলিক গাঠনিক উপাদান তৈরি হলো

প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।

এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে’। নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড তৈরির পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা কেবল এই নিউক্লিক অ্যাসিড কৃত্রিমভাবে সৃষ্টিই করেননি, এতে স্বাভাবিক নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশ কিছু বেশি বৈশিষ্ট্যও যুক্ত করেছেন।

কৃত্রিম উপায়ে আবিষ্কৃত এই নিউক্লিকটি অ্যাসিড মানুষের দেহের ডিএনএতে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশি স্থিতিশীল। এই বিষয়টি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্পটির অন্যতম গবেষক ড. স্টেফানি ক্যাথ শর।

ক্যাথ শর বলছেন, ‘কৃত্রিম উপায়ে তৈরি এই নিউক্লিওটাইড ব্যবহার করে ডিএনএ ও আরএনএর ছোট ছোট সিকোয়েন্স বা অ্যাপটেমারস সৃষ্টি করা সম্ভব হবে। এসব ছোট ছোট সিকোয়েন্স কোষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবহার করা সম্ভব।’ বিশেষ করে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কোষ ধরে ধরে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কাজটি সহজ করে দেবে এই কৃত্রিম নিউক্লিওটাইড।

এ ছাড়া মানুষের শরীরে বিভিন্ন রোগবালাই শনাক্ত করার ক্ষেত্রেও এই কৃত্রিম নিউক্লিওটাইড ব্যবহার করা সম্ভব। ড. শরের মতে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভাইরাস ও অন্যান্য জৈব উপাদান শনাক্ত করার কাজেও ব্যবহার করা সম্ভব এটিকে। 

তথ্যসূত্র: সায়েন্স ডেইলি

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে