Ajker Patrika
হোম > প্রযুক্তি

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালুর আগেও পাঠানো যেত ই-মেইল

প্রযুক্তি ডেস্ক

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালুর আগেও পাঠানো যেত ই-মেইল

ই-মেইল করা এখন বেশ সহজ একটা কাজ। কেউ ই-মেইল করতে চাইল প্রথমে তাকে ইন্টারনেট চালু থাকা অবস্থায় ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে পছন্দের ই-মেইল সার্ভিসের ঠিকানা।

এরপর প্রাপকের মেইল ঠিকানা এবং প্রয়োজনীয় টেক্সট লিখে পাঠিয়ে দিলেই হয়ে যাবে তাঁর কাজ। তবে আগে ই-মেইল পাঠানো ছিল বেশ কষ্টসাধ্য কাজ।

ইউটিউবে ‘How to send an Email - Database – 1984’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যাবে। ভিডিওটি মূলত একটি প্রযুক্তি বিষয়ক টিভি শো ‘ডাটাবেইস’ থেকে নেওয়া। ভিডিওতে উপস্থাপক শেখাচ্ছেন কীভাবে ই-মেইল পাঠাতে হয়।

তবে ১৯৯১ সালের ৬ আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রথম উন্মোচন করা হয়।মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে ই-মেইলের কোনো সম্পর্ক নেই। মূলত, তখন মাইক্রোনেট নামক একটি পরিষেবার মাধ্যমে ই-মেইল পাঠানো যেত।

আর এই পরিষেবাতে একটি কম্পিউটার ও একটি টেলিফোন সংযুক্ত করতে হতো। এতে কোনো প্রকারের ইউআরএল এর প্রয়োজন ছিল না, ছিল শুধু সংখ্যাযুক্ত ওয়েব পৃষ্ঠা।

সেই ওয়েব পৃষ্ঠা নম্বর টেলিফোনে ডায়াল করে ওই ওয়েবপেজ দেখা যেত। ই- মেইলের ওয়েব পৃষ্ঠা নম্বর ছিল ৭৭৭৬।

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড