Ajker Patrika
হোম > প্রযুক্তি

৫জি তরঙ্গ কেনার নিলামে এগিয়ে আম্বানির রিলায়েন্স-জিও

অনলাইন ডেস্ক

৫জি তরঙ্গ কেনার নিলামে এগিয়ে আম্বানির রিলায়েন্স-জিও

সাত দিনের নিলাম শেষে সবচেয়ে বেশি ৫জি তরঙ্গ কিনতে পেরেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স-জিও। প্রতিষ্ঠানটি একাই কিনেছে ১ হাজার ১০০ কোটি ডলারের তরঙ্গ। বিপরীতে আরেক শীর্ষ ধনী গৌতম আদানির ‘আদানি গ্রুপ’ কিনেছে ২৬০ কোটি ডলারের তরঙ্গ।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার নিলামে রিলায়েন্স-জিও, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্কের কাছ থেকে আনুমানিক ১ হাজার ৯০০ ডলারের মতো পেয়েছে। ৭২ গিগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হয়। ভারতের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যত তরঙ্গ নিলামে তোলা হয়েছিল তার ৭১ শতাংশই বিক্রি হয়ে গেছে।

সিআরআইএসআইএল-এর গবেষণায় দেখা গেছে, নিলামে এবার বেশ ভালো সাড়া পাওয়া গেছে। গত ২০২১ সালের মার্চে হওয়া সর্বশেষ নিলামের তুলনায় প্রায় দ্বিগুণ তরঙ্গ বিক্রি হয়েছে।

এক বিবৃতিতে রিলায়েন্স গ্রুপ বলেছে, ৫জি রোল আউটের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। 

এদিকে আদানি গ্রুপ বেসরকারি তরঙ্গের ওপর বিড করেছে। যা নির্দিষ্ট এলাকায় যেমন বন্দর বা বিমানবন্দরগুলোতে বেশি কার্যকরী হবে। এমন একটি খাতে এরই মধ্যে আদানি গ্রুপ প্রচুর বিনিয়োগ করেছে। ফলে ৫জি বিডে তাঁদের তেমন তোড়জোড় নেই। অন্যদিকে রিলায়েন্স-জিও বিডে নেমেছে জোরেশোরেই।

আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। আদানি গ্রুপের গৌতম আদামি বিল গেটসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ধনীর তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন। ফলে ভারতের টেলিকমিউনিকেশন খাতে আদানি গ্রুপের আবির্ভাব আম্বানির রিলায়েন্স-জিও’র জন্য উদ্বিগ্ন হওয়ার মতোই একটি বিষয়।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। 

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপে থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৫