অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্য সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হলো আইফোন এসই। তবে যারা নতুন আইফোন এসই ৪ মডেলের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক সংবাদ রয়েছে। কারণ নতুন মডেলটির দাম আইফোন এসই ৩–এর চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এবার এই মডেলটির দাম ১৭ শতাংশ বাড়তে পারে।
আইফোন এসই ৪ মডেলটি উন্মোচন হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে। তবে এর আগেই বিভিন্ন সাইট থেকে এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার ইয়োএক্স ১১২২ জানিয়েছেন, এই ফোনের মূল্য যুক্তরাষ্ট্রে ৫০০ ডলারে এর নিচে থাকতে পারে। এর মানে হলো, বর্তমান আইফোন এসই ৩ এর মূল্য থেকে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বেশি হবে। এর আগেও এই তথ্য বিভিন্ন প্রযুক্তি নিউজসাইট থেকে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এর আইফোন এসই (২০২২) রিভিউ অনুযায়ী, এই ফোনের ৩য় প্রজন্মের মডেলটি ৪২৯ ডলারে দামে শুরু হয়েছিল। তাই এটা অযৌক্তিক নয় যে,৩ বছর পর বাজারে আসায় আইফোন এসই–৪ এর দাম কিছুটা বাড়বে। নতুন আইফোন এসই ৪ সম্ভবত ১২৮ জিবি স্টোরেজ নিয়ে শুরু হবে। আইফোন এসই (২০২২) এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪৭৯ ডলার। এভাবে ভাবলে নতুন আইফোন এসই ৪ এর দাম খুব বেশি বাড়বে না।
এই নতুন আইফোন এসই প্রথমবারের মতো এবং হোম বাটনের পরিবর্তে ফেস আইডি থাকবে। নতুন মডেলটি ২০২২ সালের আইফোন ১৪ এর ডিজাইন অনুসরণ করবে।
আরেকটি নতুন তথ্য হলো, এই ফোনটিতে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হতে পারে। এতে ওয়াইফাই ও ৫জি থাকবে। এই পরিবর্তনটি যদি সত্যি হয়, তবে ফোনটি উৎপাদনে অ্যাপলের খরচ কিছুটা কম যেতে পারে। কিন্তু সেই সাশ্রয় গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা, তা সময় বলবে।
তবে, আইফোন এসই ৪ এর দাম দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন: দক্ষিণ কোরিয়াতে এর মূল্য ৮ লাখ ওয়ান এর বেশি হতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় (৬ লাখ ৫০ হাজার) অনেক বেশি। সুতরাং, আপনার অবস্থান অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে এবং এটি নির্ভর করবে দেশের আর্থিক পরিস্থিতির ওপর।
তবে এর পর আইফোনের অন্যান্য মডেলের তুলনায় এটি বাজেট ফ্রেন্ডলি আইফোন হিসেবে বাজারে আসবে। তবে অ্যাপল চেষ্টা করবে দাম সঠিক রাখতে।
তথ্যসূত্র: টেকরেডার