Ajker Patrika
হোম > প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি ফোনের নিরাপত্তা নিয়ে উচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

স্যামসাং গ্যালাক্সি ফোনের নিরাপত্তা নিয়ে উচ্চ সতর্কতা জারি

স্যামসাং গ্যালাক্সির নতুন-পুরোনো সব মডেলের নিরাপত্তা উচ্চ ঝুঁকিতে আছে বলে সতর্কতা জারি করেছে ভারত সরকার। এই নিরাপত্তা উদ্বেগকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি—ইন) নিরাপত্তা উপদেষ্টা। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গত ১৩ ডিসেম্বর (বুধবার) এক সতর্কবার্তায় চলতি সপ্তাহে একাধিক দুর্বলতার কথা তুলে ধরে হয়। এর জন্য গ্রাহকদের ফোনের অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যার দ্রুত হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সিইআরটি বলছে, স্যামসাংয়ের ফোনে একাধিক ত্রুটি মিলেছে, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা ফোনের সুরক্ষা ভেদ করে সংবেদশীল তথ্য চুরির পাশাপাশি সিস্টেমে ক্ষতিকর কোডের অনুপ্রবেশ ঘটাতে পারে। 
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্যামসাং মোবাইলের ১১,১২, ১৩ ও ১৪ অ্যান্ড্রয়েড সংস্করণে সফটওয়্যারের ত্রুটি পাওয়া গেছে।  স্যামসাং গ্যালাক্সি এস ২৩ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫সহ জনপ্রিয় মডেলগুলোতে এই ত্রুটি পাওয়া গেছে। 

ত্রুটি বা দুর্বলতাগুলো খুঁজে পেলে হ্যাকাররা যেসব ক্ষতি করতে পারে—

১. ফোনের গোপনীয় কোড চুরি (যেমন–সিমের পিন নম্বর)। 
২. ফোন বিভিন্ন কমান্ড প্রয়োগ করা। 
৩. ব্যক্তিগত এআর ইমোজি ফাইল দেখা। 
৪. ফোনের বিভিন্ন ফাইল দেখা। 
৫. সংবেদনশীল তথ্য চুরি করা। 
৬. পুরো ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। 

ঝুঁকি এড়াতে স্যামসাং স্মার্টফোন গ্রাহকদের অবিলম্বে তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ফার্মওয়্যার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে। হালনাগাদ করা না হলে ফোনগুলো হ্যাকিংয়ের শিকার হতে পারে। 

ত্রুটি সংশোধন করতে স্যামসাং দ্রুত পদক্ষেপ নিয়েছে। বিষয়টি সমাধানে ব্যবহারকারীদের দ্রুত ফোন আপডেট করতে বলছে এই কোম্পানি।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ