অনলাইন ডেস্ক
আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার জানতে হবে। কারণ বেশির ভাগ ডিজিটাল পণ্যের সঙ্গেই এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তেমনি ইমেইল আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম জিমেইলেও এআই মডেল জেমিনি যুক্ত করেছে গুগল। এই মডেলের মাধ্যমে খুব সহজেই ইমেইল লেখা যাবে। এ ছাড়া ইমেইল লেখার সময় ভুল বানান চিহ্নিতকরণ, বাক্যের সৌন্দর্যবৃদ্ধি ও সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে জেমিনি সাহায্য করবে।
ইমেইল লেখার কাজটি দ্রুত করে দিতেও মডেলটি কাজে লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইলে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকরতে পারবেন।
যা যা লাগবে
১. জিমেইল অ্যাকাউন্ট
২. জেমিনি অ্যাডভান্সডের সাবস্ক্রিপশন। গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পারবেন।
১. ডেস্কটপের ক্ষেত্রে নতুন ইমেইল টাইপ করার জন্য ‘কম্পোজ’ অপশনে ট্যাপ করুন। কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশের কোনায় একটি প্লাস সংকেতসহ একটি পেন আইকোন দেখা যাবে। এটি হলো ‘হেল্প মি রাইট’ বাটন।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম্পোজ বাটনে ট্যাপ করুন এবং কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশে কোনায় ‘হেল্প মি রাইট’ অপশন খুঁজে বের করুন।
৩. ড্রাফট করার ইমেইলে ভাষা আরও উন্নত করার জন্য জেমিনি বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন—
ফরমালাইজ: পেশাদার ইমেইল তৈরির জন্য এই অপশন ব্যবহার করতে পারেন।
এলাবোরেট: ইমেইলের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য এই অপশন ব্যবহার করা যায়।
আইএম ফিলিং লাকি: এই অপশন ইমেইল খসড়াকে সৃজনশীল করে তুলবে।
কাস্টমাইজ: এই অপশনের মাধ্যমে ইমেইলটি নিজের মতো করে এডিট করা যাবে।
রিক্রিয়েট: খসড়া ইমেলইকে বাদ দিয়ে জেমিনিকে নতুন ইমেইল তৈরির জন্য নির্দেশনা দেবে।
৪. পছন্দের মতো ইমেইল তৈরি হয়ে গেলে ‘সেন্ড’ বাটনে ক্লিক বা ট্যাপ করুন।