হোম > প্রযুক্তি

জেমিনির মাধ্যমে জিমেইলে ইমেইল তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার জানতে হবে। কারণ বেশির ভাগ ডিজিটাল পণ্যের সঙ্গেই এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তেমনি ইমেইল আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম জিমেইলেও এআই মডেল জেমিনি যুক্ত করেছে গুগল। এই মডেলের মাধ্যমে খুব সহজেই ইমেইল লেখা যাবে। এ ছাড়া ইমেইল লেখার সময় ভুল বানান চিহ্নিতকরণ, বাক্যের সৌন্দর্যবৃদ্ধি ও সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে জেমিনি সাহায্য করবে। 

ইমেইল লেখার কাজটি দ্রুত করে দিতেও মডেলটি কাজে লাগবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জিমেইলে জেমিনি চ্যাটবটকে ব্যবহারকরতে পারবেন। 

যা যা লাগবে 
১. জিমেইল অ্যাকাউন্ট 
২. জেমিনি অ্যাডভান্সডের সাবস্ক্রিপশন। গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখতে পারবেন। 

জেমিনির মাধ্যমে ইমেইলে ড্রাফট করবেন যেভাবে
 ১. ডেস্কটপের ক্ষেত্রে নতুন ইমেইল টাইপ করার জন্য ‘কম্পোজ’ অপশনে ট্যাপ করুন। কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশের কোনায় একটি প্লাস সংকেতসহ একটি পেন আইকোন দেখা যাবে। এটি হলো ‘হেল্প মি রাইট’ বাটন। 
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম্পোজ বাটনে ট্যাপ করুন এবং কম্পোজ উইন্ডোর নিচে বাঁ পাশে কোনায় ‘হেল্প মি রাইট’ অপশন খুঁজে বের করুন। 
২. হেল্প মি রাইট বাটনটি ক্লিক করুন বা ট্যাপ করুন। ইমেইলটি কী বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন, তা স্পষ্টভাবে টাইপ করে নির্দেশনা দিন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এরপর জেমিনি নির্দেশনা অনুযায়ী আপনাকে ইমেইল লিখে দেবে। 
৩. ড্রাফট করার ইমেইলে ভাষা আরও উন্নত করার জন্য জেমিনি বেশ কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন—
ফরমালাইজ: পেশাদার ইমেইল তৈরির জন্য এই অপশন ব্যবহার করতে পারেন। 
এলাবোরেট: ইমেইলের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য এই অপশন ব্যবহার করা যায়। 
শর্টেন: ইমেইলটি ছোট করতে এই অপশন ব্যবহার করা যাবে। 
আইএম ফিলিং লাকি: এই অপশন ইমেইল খসড়াকে সৃজনশীল করে তুলবে। 
কাস্টমাইজ: এই অপশনের মাধ্যমে ইমেইলটি নিজের মতো করে এডিট করা যাবে। 
রিক্রিয়েট: খসড়া ইমেলইকে বাদ দিয়ে জেমিনিকে নতুন ইমেইল তৈরির জন্য নির্দেশনা দেবে। 
৪. পছন্দের মতো ইমেইল তৈরি হয়ে গেলে ‘সেন্ড’ বাটনে ক্লিক বা ট্যাপ করুন। 

জেমিনি দিয়ে তৈরি ইমেইল নিয়ে নিজের মতামতও ‘টেল আস মোর বা ফিডব্যাক’ অপশনে দেওয়া যাবে। তবে এটি ইমেইল সেন্ড করার আগেই দিতে হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে জেমিনি নিজের দক্ষতা বাড়াতে পারে। বিস্তারিত মতামতের মাধ্যমে জেমিনির প্রতিনিয়ত বিকাশ ঘটবে। সময়ের সাথে সাথে ব্যবহারকারীর পছন্দের সঙ্গে খাপ খাবে জেমিনি। বারবার জেমিনি ব্যবহার করার ফলে এটি ইমেইল তৈরি ও পরিমার্জন করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন