Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

মটোরোলার নতুন ফোন মটো জি৮৪ আসছে, থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট

অনলাইন ডেস্ক

মটোরোলার নতুন ফোন মটো জি৮৪ আসছে, থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট

মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে। 

গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে। 

মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন 
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫ 
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম: 
মেমোরি: ১২ জিবি র‍্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি 
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল। 

মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি। 

আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন