আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১৩ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
১৪ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১৬ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১৮ ঘণ্টা আগে