দীর্ঘদিন ধরেই পিক্সেল ফোল্ড নিয়ে চলছে নানা জল্পন কল্পনা। এবার ফাঁস হলো ফোনটির কিছু ছবি। জানা গিয়েছে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও।
ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, পিক্সের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।