টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করার দিন শেষ হয়ে এল। আপনার প্রিয় স্মার্টফোনটির ওপরে অডিও জ্যাকের পাশে কি একটি ছোট্ট বিন্দু আছে? যদি থেকে থাকে, তবে আপনার সেটিই হয়ে উঠতে পারে ইউনিভার্সাল রিমোট। এটি ব্যবহার করে বাড়ির এসি, টিভি কন্ট্রোল করা যাবে এখন থেকে।
রিমোট ইনফ্রারেড রশ্মির সাহায্যে কাজ করে। স্মার্টফোনে ইনফ্রারেড ব্লাস্টার অ্যাপ ডাউনলোড করে আপনি স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।
শাওমি স্মার্টফোনে এমআইয়ের ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল অ্যাপ ইনস্টল করে সেটিকে রিমোট কন্ট্রোল যন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে গুগল প্লে স্টোর থেকে এ ধরনের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য এমন কিছু অ্যাপ আছে, যার মাধ্যমে সেটিকে রিমোট কন্ট্রোলে পরিণত করা যায়।
স্মার্টফোনকে যেভাবে টিভির রিমোট বানাবেন
- মোবাইল ফোনসেটে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ ইনস্টল করতে হবে।
- এরপর স্মার্টফোনকে স্মার্ট টিভির সঙ্গে যুক্ত করতে হবে। এর জন্য স্মার্টফোন ও স্মার্ট টিভিকে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নিতে হবে।
- এবার স্মার্টফোনে স্মার্ট টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ খুলুন এবং নিজের স্মার্ট টিভির ব্র্যান্ড ও মডেল নম্বর বেছে নিন।
- যদি আপনার মডেল নম্বর অ্যাপে না দেখায়, তাহলে একটি পিন আপনার স্মার্ট টিভির স্ক্রিনে দেখাবে। আপনি স্মার্টফোনে সেই
- পিন দিলে টিভির সঙ্গে মোবাইল ফোন সেটটি যুক্ত হয়ে যাবে।
- এরপর স্মার্টফোনটি রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে।
আইফোনকে যেভাবে টিভির রিমোট বানাবেন
- অ্যাপ স্টোর থেকে টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করুন।
- এরপর মোবাইল ফোন ও স্মার্ট টিভিকে একই নেটওয়ার্কে সংযুক্ত করুন।
- এবার আইফোনে স্মার্ট রিমোট কন্ট্রোল অ্যাপটি খুলুন এবং টিভির নাম সিলেক্ট করে সংযুক্ত করুন।
- এরপর আপনার আইফোন রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস