এন্ট্রি লেভেলের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি টেকনো। ফোনটির মডেল টেকনো স্পার্ক গো। টেকনোর দাবি, এক চার্জে ৩১ দিন স্ট্যান্ডবাই চালু থাকবে এই ফোন। ফোনটিতে ১০ ওয়াট চার্জিং সমর্থন করে।
স্মার্টফোনবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার তথ্য অনুযায়ী, টেকনোর নতুন এই ফোনে রয়েছে ১৬১২ বাই ৭২০ পিক্সেলের ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে। এ ছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
টেকনো স্পার্ক গোতে চিপ হিসেবে আছে হেলিও এ২২ প্রসেসর। ৩ জিবি র্যামের এই ফোন থাকছে ৩২ জিবি স্টোরেজ। ‘মেমফিউশন’ ফিচারের মাধ্যমে বাড়ানো যাবে ফোনের স্টোরেজ।
ফোনের পেছনে রয়েছে ডুয়াল এআই ক্যামেরা। ফোনটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। পেছনের ক্যামেরা সেটআপের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি ৫ হাজার এমএএইচ।