Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

হাসপাতালে রোগীর শয্যায় ওষুধ পৌঁছে দিচ্ছে রোবট

প্রযুক্তি ডেস্ক

হাসপাতালে রোগীর শয্যায় ওষুধ পৌঁছে দিচ্ছে রোবট

যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।

একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।

উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন