হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ইউটিউবে স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য প্রকাশ করায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ অস্ট্রেলিয়ার ওপর সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউটিউব। আগামী সাত দিন তারা ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করতে পারবে না।

আজ রোববার এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। করোনা নিয়ে ইউটিউবের বিধি লঙ্ঘন করায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চ্যানেলটি ইউটিউবে এমন কিছু ভিডিও শেয়ার করেছে, যাতে মনে হয় করোনাভাইরাস বলে কিছু নেই। কিছু ভিডিওতে করোনার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন কিংবা আইভারমেকটিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এটি ইউটিউবের করোনা নিয়ে করা বিধি লঙ্ঘন করেছে। তবে কোন কোন ভিডিওতে এমন বলা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

এরই মধ্যে ইউটিউব থেকে এসব ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ভিডিওগুলো ছাড়া অন্য ভিডিওগুলো রয়েছে। ইউটিউবে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার ১৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

ইউটিউব ঘোষিত এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক