Ajker Patrika

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১: ২৭
তবে আগামী রবিবার যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেবে বাইটড্যান্স। ছবি: সার্চ ইঞ্জিন জার্নাল
তবে আগামী রবিবার যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেবে বাইটড্যান্স। ছবি: সার্চ ইঞ্জিন জার্নাল

আদালতের রায় কার্যকরের বিষয়ে জো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়েছে চীনা মালিকানাধীন এই শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপের কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যটি।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে টিকটকের সেবা অব্যাহত রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে বাইডেন, হোয়াইট হাউস ও বিচার বিভাগ।

সরকার অবিলম্বে কোনো পদক্ষেপ না নিলে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য সাজা মওকুফের নিশ্চয়তা না দিলে রোববার যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে টিকটক।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম চালাতে হলে, কোম্পানিকে সেখানে নিবন্ধিত থাকতে হবে। কিন্তু টিকটক চীনে নিবন্ধিত। এটির মূল কোম্পানি বাইটড্যান্স।টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করে দেওয়ার জন্য বহুদিন ধরে চাপের মুখে ছিল এই কোম্পানি।

এই আইনকে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছিল টিকটক। কোম্পানিটি দাবি করছে, এটি দেশের ১৭ কোটি ব্যবহারকারীর বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে।

কিন্তু সর্বোচ্চ আদালত সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে। এখন রায় অনুযায়ী, রোববারের মধ্যে অ্যাপটি বিক্রি না হলে যুক্তরাষ্ট্রে তা নিষিদ্ধ হবে।

রায়ের ফলে কয়েক দিনের মধ্যে কোনো ক্রেতা না পাওয়া গেলে অ্যাপস্টোর ও ওয়েব হোস্টিং সার্ভিস থেকে টিকটকের ইউএস ভার্সন সরিয়ে ফেলা হবে।

ইতিমধ্যে ফোনে অ্যাপটি ডাউনলোড করা টিকটক ব্যবহারকারীদের ওপর এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছিল। তবে শুক্রবার রাতে টিকটকের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ডাউনলোড করা টিকটক সংশ্লিষ্ট অ্যাপগুলো রোববার থেকে কাজ নাও করতে পারে।

জো বাইডেনের মেয়াদ শেষের দিন সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আইনটি বাস্তবায়নের দায়িত্ব নতুন প্রেসিডেন্টের ওপর বর্তাবে বলে এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল।

টিকটকের বিরুদ্ধে এই পদক্ষেপে শুরুতে ট্রাম্প সমর্থন জানালেও এখন সুর পাল্টেছেন তিনি। শুক্রবার তিনি বলেন, ‘টিকটক নিয়ে আমার সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে, তবে পরিস্থিতি পর্যালোচনার জন্য কিছুটা সময় লাগবে।’

রাষ্ট্রীয় নিরাপত্তার উদ্বেগের কারণ দেখিয়ে গত বছর টিকটক নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয় কংগ্রেস। যদিও টিকটক বরাবরই বলেছে, তাঁরা বেইজিংকে কোনো তথ্য দেয় না।

এদিকে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম অব্যাহত রাখতে সমর্থনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউ। এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার আমলে গভর্নর হওয়ার প্রস্তাব পেয়েছিলাম: আহসান এইচ মনসুর

আলোচনায় ড. ইউনূসকে প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা, আইনি পথ কী

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

তিস্তায় বড় প্রকল্প নিয়ে সতর্ক থাকার তাগিদ

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত