Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

পরীক্ষামূলকভাবে টুইটারে এডিট বাটন চালু

অনলাইন ডেস্ক

পরীক্ষামূলকভাবে টুইটারে এডিট বাটন চালু

অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এডিট বাটন’ চালু করল সামাজিক যোগাযোগমধ্যম টুইটার। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে এটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।

টুইটার ব্লূ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘এডিট বাটন কাজ করে কি না, তা নিশ্চিত করার একটি পরীক্ষা এটি।’ কিছুক্ষণ পরেই ওই টুইট এডিট করে আরও একটি বাক্য যোগ করা হয়। লেখা হয়, ‘পরীক্ষার ফলাফল শিগগিরই জানাব আপনাদের।’

তবে এই নতুন ফিচারের সুবিধা আপাতত কেবল টুইটার ব্লু গ্রাহকেরা পাবেন। সাধারণ ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন একটি ‘লাস্ট এডিটেড’ নামে থাকা লেবেলের মাধ্যমে।

‘লাস্ট এডিটেড’ লেবেলে ক্লিক করে যে কেউ একটি টুইটের ‘এডিট হিস্ট্রি’ দেখতে পারবেন, যা সম্ভবত অর্থ পরিশোধকারী ও বিনা মূল্যের ব্যবহারকারীদের মধ্যে ‘স্বচ্ছতা বজায় রাখতে’ যুক্ত করা হয়েছে।

আর সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এতে মাসিক খরচ চার দশমিক ৯৯ ডলার। অদূর ভবিষ্যতে আরও কিছু দেশে এটি চালু হতে পারে বলে জানা গেছে। 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক