হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

আগামী মাসেই আসছে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

প্রযুক্তি ডেস্ক

আসছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সামাজিক যোগাযোগমাধ্যম। এই যোগাযোগমাধ্যমের নাম হবে ট্রুথ সোশ্যাল। আগামী মাসে ট্রুথ সোশ্যালের একটি প্রাথমিক সংস্করণ আমন্ত্রিত অতিথিদের জন্য এবং ২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সবার জন্য উন্মুক্ত করা হবে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি চালু করছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এই প্ল্যাটফর্মে ভিডিও-অন-ডিমান্ড সার্ভিসে 'নন-ওক' বিনোদন প্রোগ্রামিং, খবর, পডকাস্ট এবং আরও অনেক কিছু থাকবে। 

ট্রুথ সোশ্যালের আগমনকে 'বড় প্রযুক্তির অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো' বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, 'আমরা এমন একটি বিশ্বে বাস করি, যেখানে টুইটারে তালেবানদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এর পরেও আপনার প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে চুপ করিয়ে রাখা হয়েছে। সবাই আমাকে জিজ্ঞেস করে, কেন কেউ বড় প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায় না? আচ্ছা, আমরা শিগগিরই দাঁড়াচ্ছি! '

টিএমটিজি বলেছে, এটি নাসডাকের তালিকাভুক্ত একটি বিশেষ উদ্দেশ্য অর্জনকারী সংস্থার (এসপএসি) সঙ্গে একীভূত হতে চায়। এটি টিএমটিজিকে একটি সর্বজনীন তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করবে। 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প। 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক