ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে এই প্ল্যাটফর্মটি। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকমেন্ডেশন টুল চালু করেছে স্ন্যাপচ্যাট।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
লেন্স ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে থাকা চেহারা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কৃত্রিম আবহ তৈরি করতে পারেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে স্ন্যাপচ্যাট।
বিগত বছর অ্যাপের ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ আনে স্ন্যাপচ্যাট।
স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচারগুলোর একটি হচ্ছে ভিডিও কল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, প্রতি মাসে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ১০ কোটির বেশি ভিডিও কল হয়। এসব কলে সর্বোচ্চ ১৫ জন একসঙ্গে অংশ নিতে পারে।