Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

‘আসল’ অ্যাকাউন্ট নিজেরা শনাক্ত করার সুযোগ পাবে কোম্পানি: ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

‘আসল’ অ্যাকাউন্ট নিজেরা শনাক্ত করার সুযোগ পাবে কোম্পানি: ইলন মাস্ক

বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত ‘আসল’ অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভুয়া অ্যাকাউন্ট কমাতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ইলন মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই সিদ্ধান্তটি জানান। পোস্ট করা টুইটে তিনি বলেন, ‘সংস্থাগুলো শিগগিরই টুইটারে নিজেদের আসল অ্যাকাউন্ট চিহ্নিত করার সুযোগ পাবে।’ তবে ঠিক কীভাবে ও কবে এই সুবিধা চালু করা হবে—এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, টুইটার সম্প্রতি তাঁদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করেছে। ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার পর থেকেই ভুয়া অ্যাকাউন্টে ভরে যায় টুইটার। ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে ব্লু টিক থাকায় বিভ্রান্ত হয়ে পড়ে টুইটার ব্যবহারকারীরা। টেসলা, স্পেস এক্সসহ নেসলে, রোব্লক্সের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর নামে ভুয়া অ্যাকাউন্টের দেখা মেলে টুইটারে। এমনকি দেখা মেলে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্টও! 

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘ইলি লিলি অ্যান্ড কো’ এর নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে টুইট করে এক ব্যবহারকারী। টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে ইনসুলিন বিনা মূল্যে পাওয়া যাবে।’ এই টুইটের প্রভাব পড়ে ‘ইলি লিলি অ্যান্ড কো’র স্টকে। কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ। 

ইলন মাস্ক অবশ্য আগামী সপ্তাহের শেষ দিকে ব্লু টিক আবার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। পূর্বে টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল আনার ঘোষণা দেয় কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। তবে ‘অফিশিয়াল’ লেবেলটি চালু হওয়ার একদিনের মধ্যেই সেটি সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক