ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হুইসেলব্লোয়ার ফ্রান্সিস হাউগেন। ফেসবুকের গোপন নথি ফাঁসের পর প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। হাউগেনের মতে, রিব্র্যান্ডে সম্পদের বিনিয়োগ না করে ফেসবুক কোম্পানিতে পরিবর্তন আনার অনুমতি দিতে হবে।
গতকাল সোমবার পর্তুগালের রাজধানী লিসবনে ওয়েব সামিটের উদ্বোধনী বক্তব্যে হাউগেন বলেন, `আমি মনে করি জাকারবার্গ প্রধান নির্বাহী থাকলে এই কোম্পানির পরিবর্তন অসম্ভব।'
মার্ক জাকারবার্গের পদত্যাগ করা উচিত কি না, এমন প্রশ্নে হাউগেন বলেন, হয়তো এটি অন্য কারো জন্য লাগাম নেওয়ার সুযোগ। ফেসবুককে এমন একজনের সঙ্গে শক্তিশালী হতে যে নিরাপত্তার দিকে মনোনিবেশ করতে ইচ্ছুক।
গত সপ্তাহে ফেসবুকের করপোরেট নাম রাখা হয় মেটা। প্রতিষ্ঠানটির মনোযোগ যে এখন মেটাভার্সের দিকে, সেটিই ফুঁটে উঠেছে এর মধ্য দিয়ে। মেটাভার্সের ধারণাটিই হলো এমন, একটি অনলাইন দুনিয়ার যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারীরা এ ধরনের স্থানে কন্টেন্ট শুধু দেখা নয়, তাতে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করে ফেলতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন ওই ডিজিটাল দুনিয়ার মধ্য দিয়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রায় ৩০০ কোটি ব্যবহারকারী রয়েছে।