Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

চলতি মাসের শেষেই আবার আসবে ‘ব্লু টিক’: ইলন মাস্ক 

প্রযুক্তি ডেস্ক

চলতি মাসের শেষেই আবার আসবে ‘ব্লু টিক’: ইলন মাস্ক 

চলতি মাসের ২৯ তারিখে ‘ব্লু টিক’ সেবা পুনরায় উন্মোচন করবে টুইটার। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) ইলন মাস্ক এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২৯ নভেম্বর আমরা পুনরায় ‘ব্লু ভেরিফাইড’ উন্মোচন করতে যাচ্ছি। এবার আমরা নিশ্চিত করতে চাই যে এটি ত্রুটিমুক্ত’। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি নিজের টুইটার প্রোফাইলের ভেরিফাইড নাম বদলায়, তাহলে তার প্রোফাইল থেকে ব্লু টিক চলে যাবে। টুইটার সেই ব্যবহারকারীর নতুন নামটি যাচাই করে দেখবে। যদি তা টুইটারের শর্তাবলির সঙ্গে সাংঘর্ষিক না হয়, তবেই ‘ব্লু টিক’ সে ফেরত পাবে। 

আগে ব্লু টিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লু টিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। একের পর এক ভুয়া অ্যাকাউন্টে সয়লাব হয়ে যায় টুইটার। বড় বড় সংস্থাসহ অনেক বিখ্যাত ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে ব্লু টিক সাবস্ক্রিপশন নেন অনেক ব্যবহারকারী। অনেকে আবার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিয়ে তাঁদের টুইটারের প্রোফাইলের নাম বদলে ফেলেন। ‘ব্লু টিক’ যুক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা।

ফলে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা বন্ধ করতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহেই ইলন মাস্ক এক টুইটে জানান, ‘ব্লু টিক আগামী সপ্তাহের শেষেই আবার ফিরে আসতে পারে।’ 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক