১৩০ কোটি (১.৩ বিলিয়ন) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এ কর্মযজ্ঞ চালানো হয়েছে। ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো রোধেও কাজ করছে প্রতিষ্ঠানটির ৩৫ হাজার কর্মী। সোমবার তথ্যটি নিশ্চিত করেছে ফেসবুক ইনক।
কোভিড-১৯, করোনা ভ্যাকসিন বিষয়েও ফেসবুকে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে। অনেকেই করোনা ভাইরাস, ভ্যাকসিনকে মিথ্যা দাবি করেছেন। এমন ১ কোটি ২০ লাখের (১২ মিলিয়ন) বেশি পোস্ট শনাক্ত করে মুছে দেয়া হয়েছে। একটি ব্লগ বিট.আই/৩৯৪ আরনির এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।