ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য ‘অফিসিয়াল’ লেবেল চালু করতে যাচ্ছে টুইটার। ব্লু ব্যাজ সেবাটির পাশাপাশি এই সুবিধা নিয়ে আসছে টুইটার। তবে সব ব্লু ব্যাজ গ্রাহক এই সেবা পাবেন না।
আজ কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড এক টুইট বার্তায় এই তথ্য জানান। টুইটে তিনি বলেন, সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তি টুইটারে অফিসিয়াল লেবেলটি পাবেন।
এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে আরও জানিয়েছেন, আগে যেসব অ্যাকাউন্ট ভেরিফাইড অর্থাৎ ব্লু ব্যাজ ছিল তাদের সবাই অফিসিয়াল লেবেল পাবেন না। এ ছাড়া লেবেলটি কিনে নেওয়ার কোনো সুযোগও নেই। অফিসিয়াল লেবেলটি নির্বাচিত কিছু অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে।
টুইটার অধিগ্রহণের পরেই ব্লু টিকে মাসিক সাবস্ক্রিপশন চালু করার সিদ্ধান্ত নেয় ইলন মাস্ক। শুরু থেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করছিলেন নেটিজেনরা। আগে শুধুমাত্র ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতেই ব্লু ব্যাজ দেখা যেতো। তবে সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মাসিক ৭ ডলার ৯৯ সেন্ট খরচের বিনিময়ে কেউ পেতে পারবে ব্লু ব্যাজ সেবাটি।