Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

‘বেশি সময় কাজ করুন, নইলে চলে যান’ 

প্রযুক্তি ডেস্ক

‘বেশি সময় কাজ করুন, নইলে চলে যান’ 

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতে বলেছেন। মধ্যরাতে কর্মীদের ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক বলেন, ‘হয় বেশি সময় কাজ করুন, নইলে চলে যান’।

ইলন মাস্ক বলেন, ‘আমরা টুইটারের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য এই প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হওয়া। এর জন্য আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। এর অর্থ, আমাদের দীর্ঘ সময় ধরে অনেক কাজ করতে হবে। যাঁরা অসাধারণ কাজ করবেন, তাঁরাই “নতুন” টুইটারের জন্য উপযুক্ত হবেন।’

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, ই-মেইলে একটি লিংক যুক্ত করা ছিল। লিংকের ‘ইয়েস’ বাটনে তাদেরই ক্লিক করতে বলা হয়েছে, যারা ‘নতুন’ টুইটারের নিয়ম মেনে থাকতে চান। ‘ইয়েস’ বাটনে ক্লিক করলে কর্মীরা একটি অনলাইন ফরমে প্রবেশ করছেন। আর যাঁরা স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তাঁদের উত্তর জানাবেন না, তাঁদের তিন মাসের জন্য কোম্পানি থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানান মাস্ক।

টুইটার কর্মীদের কাজে অসন্তুষ্ট ইলন মাস্ক সম্প্রতি কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে বিবাদে জড়ান। এর সূত্র ধরে কর্মীদের চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেছে প্রতিষ্ঠানটিতে। সাম্প্রতিক ঘটনাগুলোর জেরেই টুইটারপ্রধান কর্মীদের ই-মেইলটি পাঠিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক