সোশ্যাল মিডিয়াতে অবমাননাকর মন্তব্যের দেখা মেলে হরহামেশাই। ফেসবুক টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে এ সকল মন্তব্যের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হলেও ইউটিউবে দেখা যায়নি এমন কোনো উদ্যোগ।
দ্য ভার্জের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউটিউবে অনেক ভালো মানের ভিডিওর নিচেও বিভিন্ন ধরনের অবমাননাকর মন্তব্য করে থাকেন অনেকে। ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ সকল মন্তব্যের কারণে ভিডিও নির্মাতাদের পাশাপাশি দর্শকেরাও বিব্রত বোধ করেন। তাই প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালু করছে ইউটিউব। নতুন এ সুবিধা চালু হলে স্বয়ংক্রিয়ভাবে অবমাননাকর মন্তব্য শনাক্ত করবে ইউটিউব। সেই সঙ্গে মন্তব্যকারীদের সতর্ক বার্তাও পাঠানো হবে। এ ছাড়া, মন্তব্যটি মুছে ফেলার পাশাপাশি একাধিক অবমাননাকর মন্তব্যকারীদের ২৪ ঘণ্টার জন্য মন্তব্য করার সুবিধা থেকে বিরত রাখবে ইউটিউব।
ইউটিউব কর্তৃপক্ষ জানায়, ইউটিউবের নীতিমালা ভঙ্গ করা মন্তব্যগুলোর নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য ব্যবহারকারীদের ওপর। এ প্রভাব থেকে থেকে অন্য ব্যবহারকারীদের রক্ষা করতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। অবমাননাকর মন্তব্য ঠেকাতে এর মধ্যেই সাফল্য মিলেছে।
উল্লেখ্য, সম্প্রতি লাইনাস টেক টিপস, জ্যাকসেপটিকআই এবং এমকেএইচবিডি সহ অনেক নির্মাতারা এ বছর ইউটিউবের কমেন্ট সেকশনে ব্যবহারকারীদের করা ‘স্প্যাম’ নিয়ে ভিডিও তৈরি করেছেন। বর্তমানে ইউটিউব শুধুমাত্র ইংরেজি ভাষায় লেখা মন্তব্যগুলোই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে নিজেদের মন্তব্য শনাক্তকরণ পদ্ধতিতে আরও বেশ কয়েকটি ভাষা যুক্তের পরিকল্পনা ভিডিও শেয়ারিং সাইটটি।