Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

টুইটারে তৃতীয় পক্ষের অ্যাপ কাজ করছে না

প্রযুক্তি ডেস্ক

টুইটারে তৃতীয় পক্ষের অ্যাপ কাজ করছে না

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে কাজ করছে না তৃতীয় পক্ষের অ্যাপ। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাপগুলো হলো— টুইটবট, টুইটারেফিক এবং ইকোফোন। অ্যাপগুলোর নির্মাতারা জানিয়েছেন, টুইটার থেকে তাঁদের এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটার প্ল্যাটফর্মে অ্যাপগুলো কাজ করা বন্ধ করে দেয় গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে। সে সময় কিছু সংখ্যক ব্যবহারকারী অ্যাপগুলোর যাচাইকরণ ব্যবস্থা সংশ্লিষ্ট ত্রুটির মুখে পড়ার অভিযোগ জানান। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি টুইটার। 

 ‘টুইটবট’ অ্যাপের সহ-নির্মাতা পল হাদ্দাদ টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মাস্টোডনে এক পোস্টে জানান, তাঁরা এখনো টুইটারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তথ্য পাননি। এক ব্লগ পোস্টে ‘টুইটারেফিক’ অ্যাপের নির্মাতা কোম্পানি ‘আইকনফ্যাকটরি’ জানায়, আমরা আপনাদের মতোই অন্ধকারে আছি। 

টুইটার কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় অনেকে ধারণা করছেন এই ‘ত্রুটি’ ইচ্ছাকৃত। 

এর আগে গত ডিসেম্বরে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রায় তিন ঘণ্টা প্রবেশ করতে পারেননি অনেক ব্যবহারকারী। প্রবেশ করতে পেরেছিলেন এমন অনেকেও মুখোমুখি হয়েছিলেন নানা সমস্যার। স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার পাশাপাশি বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে ‘ত্রুটির’ বার্তাও দেখতে পেয়েছিলেন অনেক ব্যবহারকারী। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সমস্যা দেখা দেয়। তবে মাঝে মাঝে মোবাইল অ্যাপ কাজ করতে দেখা গেছে। 

প্ল্যাটফর্মের সমস্যা চলাকালেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান, টুইটার সার্ভারের বেশ কিছু কারিগরি বিষয় পরিবর্তন করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির টুইটার ব্যবহার করতে পারবেন।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক