Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ব্রাজিলে দাঙ্গার সমর্থনে দেওয়া পোস্ট মুছে ফেলছে ফেসবুক

প্রযুক্তি ডেস্ক

ব্রাজিলে দাঙ্গার সমর্থনে দেওয়া পোস্ট মুছে ফেলছে ফেসবুক

ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনে হামলার ঘটনাকে ‘সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে মেটার অধীনে থাকা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এই দাঙ্গার পক্ষের সব পোস্ট মুছে ফেলা শুরু হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র বলেন, মানুষকে অস্ত্র কিংবা খালি হাতে কংগ্রেস, প্রেসিডেন্টের বাসভবন বা সরকারি ভবনে হামলা চালানোর আহ্বানসংক্রান্ত পোস্ট তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হচ্ছে। 

তিনি আরও বলেন, ‘আমরা এই ঘটনাকে সহিংসতা হিসেবে চিহ্নিত করছি। যার অর্থ দাঁড়ায়, এই ঘটনাকে সমর্থন বা প্রশংসামূলক সব পোস্ট সরিয়ে ফেলা হবে মেটার প্ল্যাটফর্মগুলো থেকে। আমরা সক্রিয়ভাবে এই ঘটনার ওপর নজর রাখছি এবং আমাদের নীতিবিরোধী সব কনটেন্ট আমরা মুছে ফেলা অব্যাহত রাখব।’ 

গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। ফেসবুক পরবর্তীতে এই হামলায় উসকানি বা প্রশংসামূলক সব পোস্ট মুছে ফেলে। এই দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। চলতি মাসের ৭ তারিখ নিষেধাজ্ঞার দুই বছর পূর্ণ হয়েছে। 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা গত রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছে। গত বছরের অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি বলসোনারো, সেই সঙ্গে তাঁর বহু সমর্থকও পরাজয় মেনে নিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এই নজিরবিহীন হামলা। 

গত বছরের ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর থেকে ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এই হামলার সময় সাও পাওলো রাজ্যে একটি সরকারি সফরে ছিলেন লুলা।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক