Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

টুইটারের ‘৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের’ পরিকল্পনা ইলন মাস্কের

অনলাইন ডেস্ক

টুইটারের ‘৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের’ পরিকল্পনা ইলন মাস্কের

টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। টুইটার ইনকরপোরেশন কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে দি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির মালিকানায় যে-ই থাকুক না কেন, কয়েক মাসের মধ্যে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা তাঁদের কর্মীদের জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই।

যে নথির বরাতে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনটি করেছে, তাতে বলা হয়েছে, ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার আরও আগে থেকেই ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে আসছিল প্রতিষ্ঠানটি। 

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি টুইটার ইনকরপোরেশন। 

আগামী বছরের শেষে কর্মীদের বেতন ৮০ কোটি ডলার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় এক-চতুর্থাংশকে কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হতে পারে বলে জানিয়েছে দি ওয়াশিংটন পোস্ট।

এদিকে গত মে মাসে টুইটার তাদের বট ও স্প্যাম অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগে টুইটার কেনার চুক্তি থেকে সরে এলেও এই মাসের শুরুতে আবার চুক্তি সচল রাখার সিদ্ধান্তে ফেরত আসেন ইলন মাস্ক।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক