Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

টুইটারের ‘নীল পাখির’ দিন শেষ, নতুন লোগো ‘এক্স’

প্রযুক্তি ডেস্ক

টুইটারের ‘নীল পাখির’ দিন শেষ, নতুন লোগো ‘এক্স’

লোগো পরিবর্তনের ঘোষণার একদিন পরেই বদলে গেল মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্লু বার্ড লোগো। বিপুল অঙ্কে টুইটার কিনে নেওয়ার পর নানা পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়া টুইটারের লোগো পরিবর্তনের মাধ্যমে কোম্পানির রিব্র্যান্ডিং শুরু করেছেন ইলন মাস্ক। যদিও এতে সোশ্যাল মিডিয়াটির ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিপণন সংশ্লিষ্টরা। 

ইলন মাস্ক গতকাল রোববার ঘোষণা দেওয়া পর আজ সোমবার সকাল থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন। সেই সঙ্গে তিনি টুইটে বলেছেন, ‘আমরা সব ব্লু বার্ড খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলব।’ 

ইলন মাস্ক ২০২২ সালে অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সময় বলেছিলেন, এটি তাঁর ‘এক্স’ কোম্পানির অধীনে থাকবে। 

টুইটার কেনার পরপরই মূল কোম্পানির নাম হয় ‘এক্স’। গতকাল থেকেই এক্স ডটকম ডোমেইনটি টুইটার ডটকমে রিডিরেক্ট করা হয়েছে। 

বিশ্বের এই শীর্ষ ধনীর বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশনও স্পেসএক্স নামে পরিচিত। মাস্ক ১৯৯৯ সালে এক্স ডটকম নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এটিই পরে অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল নামে পরিচিত হয়। 

এ প্রসঙ্গে টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো টুইটে লিখেছেন, ‘ “এক্স” হবে অডিও, ভিডিও, মেসেজিং, অর্থ আদান–প্রদান এবং ব্যাংকিং পরিষেবার একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম।’ 

 ২০২২ সালে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই কোম্পানিটিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেন। শুরুর দিকে টুইটার বিজ্ঞাপন থেকে প্রায় অর্ধেক আয় হারায়। যদিও পরবর্তীতে অনেক বিজ্ঞাপনদাতা আবার প্ল্যাটফর্মটিতে ফিরে এসেছে। নয় মাসেও প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে পারেনি। এবার প্রতিষ্ঠানের রিব্র্যান্ডিং করতে যাচ্ছেন মাস্ক।

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম