বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাতৃ প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সম্প্রতি গুজব ছড়িয়েছিল, তিনি তাঁর নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে চলে যাচ্ছেন। তবে জাকারবার্গের পদত্যাগের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে মেটা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মেটা থেকে পদত্যাগ করছেন না মার্ক জাকারবার্গ। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন গত মঙ্গলবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর মেটার প্রধান নির্বাহীর পদ থেকে জাকারবার্গ চলে যাচ্ছেন—এই বিষয়টি মিথ্যা।
অ্যান্ডি স্টোন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওয়াল্টার ব্লুমবার্গ নামে এক ব্যক্তির টুইট শেয়ার করে লিখেছেন, ‘এটি মিথ্যা।’ তবে মেটা বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দিলেও তা শেয়ার বাজারে বরং প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক হয়েই দেখা দিয়েছে। সংবাদটি ছড়িয়ে পড়ার পরপরই মেটার শেয়ার দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, দ্য লিক নামে একটি সংবাদপত্র সর্বপ্রথম জাকারবার্গের পদত্যাগের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে সংবাদটির উৎস হিসেবে মেটার অভ্যন্তরীণ একটি সূত্রের কথা উল্লেখ করা হয়। সেই সূত্রের বরাত দিয়ে বলা হয়, জাকারবার্গ ২০২৩ সালে পদত্যাগ করতে যাচ্ছেন। দ্য লিকের সেই প্রতিবেদনটিই শেয়ার করেছিলেন ওয়াল্টার ব্লুমবার্গ।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে মেটা ঘোষণা করেছে তারা ১১ হাজারের বেশি কর্মী অর্থাৎ ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। কোম্পানির ১৮ বছরের ইতিহাসে এটি প্রথম ছাঁটাইয়ের ঘটনা। চলতি বছর টুইটার, মাইক্রোসফট এবং স্ন্যাপের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে।