বিশ্বের জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত ও অফিশিয়াল নানারকম যোগাযোগ রাখেন গ্রাহকেরা। তাই অ্যাকাউন্ট সুরক্ষা রাখা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভেরিফিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। বর্তমানে অধিক সুরক্ষার জন্য অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহার করে থাকেন।
টু স্টেপ ভেরিফিকেশন করার পদ্ধতি:
প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশনের পর কখন পিন প্রয়োজন হবে আপনার? লগ ইনের সময় ছাড়াও হোয়াটসঅ্যাপ প্রতি সাত দিন অন্তর আপনার কাছে পিন চাইবে।
আরেকটি বিষয়, পিন ভুলে গেলে কী করবেন? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে নিজের ইমেইল যুক্ত করুন। এর ফলে কোন কারণে নিজের অ্যাকাউন্টের পিন ভুলে গেলে তা রিকভার করতে পারবেন। এটি নিচের পদ্ধতি অনুসরণ করে করতে হয়।
হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ফরগট পিন সিলেক্ট করে সেন্ড ইমেইল সিলেক্ট করুন। এবার ইমেইলে কনফার্ম সিলেক্ট করুন। সব শেষ হোয়াটসঅ্যাপে 'ফরগট পিন' সিলেক্ট করে 'রিসেট' করুন।
এভাবে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি নিজের ইমেল যুক্ত করে ভেরিফিকেশন পিন ভুলে গেলেও শুধুমাত্র নিজের ইমেইল যুক্ত করে ঝামেলামুক্ত থাকতে পারবেন।